আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলিজ  করে সোশ্যাল মিডিয়ায় আপলোড!

আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলিজ  করে সোশ্যাল মিডিয়ায় আপলোড!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আপলোড

আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলিজ  করে সোশ্যাল মিডিয়ায় আপলোড মগরাহাটের যুবকের, যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র নিয়ে  ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড যুবকের। এরপরেই ভিডিওর সূত্র ধরে মগরাহাটের ওই যুবককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার রাতেই মগরাহাটের মাইতলা এলাকায় অভিযান চালিয়ে ৮ টি আগ্নেয়াস্ত্র সহ ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করলো পুলিশ।

 

ঘটনায় ধৃত যুবক ইমরান খান(২০) বিলান্দাপুর এলাকার বাসিন্দা। পাশাপাশি উস্থি থানার নাজরা এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের পাশাপাশি মঙ্গলবার রাতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ২ সেলিম সেখ ও আলাউদ্দিন সেখ দেউলার নাজরার বাসীন্দা।

 

আর ও পড়ুন     সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার রুপোর গয়না উদ্ধার

 

উস্তি থানা এলাকার কেয়াকোনাতে বোমা বিস্ফোরণে সম্প্রতি আহত হয় ১ শিশু। এরপর থেকেই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিলো পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মগরাহাট থানার বিলন্দপুর খালাপাড়ের বাসীন্দা বছর ২০ যুবক ইমরান খান নিজের ইনস্টাগ্রাম একাউন্টে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস করে আপলোড করে আর এই ঘটনা পুলিশের নজরে আসলেই মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবারের  এস ডি পি ও  মিতুন দে ও মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধীমান বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

 

জিজ্ঞাসাবাদ চালিয়ে মাইতলা এলাকা থেকে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একই রাতে উস্থি থানার দেউলার নাজরা থেকেও ৫ টি তাজা বোমা সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধৃত ৩ জনকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top