ওয়াশিংটন, ১২ নভেম্বর, চিন্তা মুক্ত মার্কিন প্রবাসী ভারতীয়রা। তবে তা সাময়িক। সাম্প্রতি আদালতের নির্দেশে সাময়িক স্বস্তিতে মার্কিন প্রবাসী ভারতীয়দের। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, এইচ-১বি ভিসা যাদের রয়েছে তাদের স্ত্রী অথবা স্বামীদের আমেরিকায় কাজের সুযোগ করে দিতে নয়া নিয়ম এনেছিলেন।কিন্তু সেই নিয়মে বাধা দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হয়ে এসেই তিনি সেই নিয়ম বাতিল করতে উঠে পড়ে লেগেছিলেন৷
কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের সেই উদ্যোগে বাধা দিয়েছে খোদ এক মার্কিন আদালত। আপাতত আদালত জানিয়েছে, এখনই ওই নিয়ম বাতিল করা হবেনা। এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেয়েছেন সেখানকার প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশ।এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের নিয়োগ করে থাকে।আর ওই সব কর্মীদের তত্ত্বগত এবং প্রযুক্তিগত দক্ষতা দেখে বহু মার্কিন প্রযুক্তি সংস্থা প্রতি বছরই ভারত এবং চিনের মতো দেশ থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করে।
এদিকে, ২০১৫ সালে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এইচ-১বি পাশপোর্টধারী ব্যক্তিদের স্ত্রী অথবা স্বামী, যাঁদের এইচ৪ ভিসা রয়েছে, তাঁদেরকেও আমেরিকায় কাজ করার অনুমতি দিয়েছিলেন। স্বাভাবিকভাবে এমন সুযোগ পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। কিন্তু এমন নিয়মের অনেকেই বিপক্ষেও ছিলেন কারন এরফলে মার্কিনবাসী দের কাজের সুযোগ কমে যাচ্ছিল৷তখন তাঁদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসন জানায়, ওই নিয়ম বাতিল করে দেওয়ার জন্য আপিল করা হবে।
তারই প্রেক্ষিতে যে মামলা হয় তাতে কলম্বিয়ার ‘ইউএস কোর্টস অব অ্যাপিলস’-এর তিন বিচারকের বেঞ্চ শুক্রবার ওই মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দিয়ে বলা হয়, ডিস্ট্রিক্ট কোর্ট বিষয়টি সবিস্তার খতিয়ে দেখবে। তার পরেই এই বিষয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে পর্যন্ত যেমন নিয়ম চালু ছিল তেমনটাই চলবে।