Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Islamic State has responsibility bomb blast at a mosque in Afghanistan

আফগানিস্তানের  শিয়া মসজিদে বিস্ফোরণ, দায় স্বীকার করলো ইসলামিক স্টেট

আফগানিস্তানের  শিয়া মসজিদে বিস্ফোরণ, দায় স্বীকার করলো ইসলামিক স্টেট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মসজিদে

আফগানিস্তানের  শিয়া মসজিদে বিস্ফোরণ, দায় স্বীকার করলো ইসলামিক স্টেট । আফগানিস্তানের  কান্দাহার  শহরে শিয়া মসজিদে বড়সড় বিস্ফোরণ।  বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।   গুরুতর জখম ৫৩। বিপুল ক্ষয়ক্ষতিো হয়। এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

 

একটি বিবৃতিতে বলা হয়েছে, দুটি ইসলামী রাষ্ট্র যোদ্ধা মসজিদের প্রতিরক্ষার দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। দুই গোষ্ঠীতে ভাগ তাদের উপর আক্রমণ চালায়, যার মধ্যে একটি গোষ্ঠীতেই ছিল প্রায় ৩০০ জন। মোট তিনটি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি মসজিদের মূল দরজায়। দ্বিতীয়টি হয় মসজিদের দক্ষিণ দিকের দরজায় এবং তৃতীয় বিস্ফোরণটি হয় মসজিদের অন্দরে। প্রত্যেকদিনের প্রার্থনার আগেই বিস্ফোরণটি হয়।

 

ঘটনার নিন্দা করেছেন তালিবানশাসিত আফগানিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রকের মুখপাত্র কোয়ারি সইদ খোস্তি। ঘটনার পিছনে IS-এর হাত রয়েছে বলে অনুমান। এক সপ্তাহ আগেই আফগানিস্তানের কুন্দুজ শহরেও একটি মসজিদে বিস্ফোরণ হয়। সেই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট । ইসলামিক স্টেট-খোরাশন  জঙ্গিরা আত্মঘাতী সেই হামলা চালায়। তালিবান ক্ষমতায় আসার পর কাবুলের বিমানবন্দরে ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছিল ১৭০ জনের। সেই ঘটনার পর এ মাসের শুরুতে শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ফের শতাধিক প্রাণ কাড়ে। আবারও শুক্রবার শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটল। ইমাম বরগাহ মসজিদে এদিনের বিস্ফোরণটি ঘটে।

 

সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকেরা মসজিদটি যান, যারা প্রায়ই ইসলামিক স্টেট গোষ্ঠীর নিশানা হন। গত সপ্তাহে, আইএস দাবি করেছিল তারা দেশের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদের ভিতরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল, এতে শতাধিক লোক নিহত হয়েছিল।

 

আর ও  পড়ুন    হাসিনার হুঁশিয়ারি সত্বেও বাংলাদেশে ইসকন মন্দিরে লুঠপাট, মৃত এক

 

জানা যায়,  শুক্রবার জুমার নামাজের সময় পর দেশটির কান্দাহারের বিবি ফাতেমা মসজিদে এই হামলা চালানো হয়। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

 

হামলার কয়েক ঘণ্টা পরেই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। তারা জানায়, আইএসের আত্মঘাতী হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথমজন মসজিদের বারান্দায় আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ভেস্ট মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top