আফ্রিকান ‘পাপারাজ্জি মিট’ খেয়ে অসুস্থ অনির্বাণ ভট্টাচার্য, ফিরেই হাসপাতালে ভর্তি

আফ্রিকান ‘পাপারাজ্জি মিট’ খেয়ে অসুস্থ অনির্বাণ ভট্টাচার্য, ফিরেই হাসপাতালে ভর্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – নাইজেরিয়ায় শ্যুটিং করতে গিয়ে স্থানীয় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতায় ফিরে পেটের সংক্রমণে ভুগতে থাকায় চিকিৎসকের পরামর্শ নিতে বাধ্য হন তিনি।

জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে নাইজেরিয়ার লাগোস ফিল্মসিটিতে একটি আন্তর্জাতিক প্রজেক্ট ‘No News, Only Flesh’–এর শ্যুটিংয়ে অংশ নিতে যান অনির্বাণ। পরিচালক ব্রায়ান গোমসের এই আধুনিক ব্যঙ্গাত্মক ছবিতে একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি।

শ্যুটিং চলাকালীন এক সন্ধ্যায় সেখানকার জনপ্রিয় খাবার ‘পাপারাজ্জি মিট’ বা ‘পাপারাজ্জি গ্রিল’ খেতে অনুরোধ করা হয় অনির্বাণকে। যদিও তিনি স্বভাবত খুব একটা মাংসপ্রেমী নন, সকলের অনুরোধে অল্প করে সেই পদটি চেখে দেখেন। সে সময় বা নাইজেরিয়ায় থাকাকালীন তাঁর শরীরে কোনও সমস্যা দেখা দেয়নি।

তবে কলকাতায় ফেরার পর থেকেই হজমের সমস্যা ও পেটের ব্যথায় কষ্ট পেতে শুরু করেন অভিনেতা। এরপরই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসক জানান, বিদেশি খাবারটি তাঁর শরীরে সহ্য হয়নি এবং তাতেই পেটের সংক্রমণ দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে অনির্বাণ বলেন, “খাওয়ার সময় বোঝা যায়নি কিসের মাংস। স্বাদ ভালোই লেগেছিল। কিন্তু বাড়ি ফিরে হজমের সমস্যা শুরু হয়। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি এবং বিশ্রাম নিচ্ছি।”

বর্তমানে অনির্বাণ বাড়িতেই রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পর বিদেশ সফরে খাবার বেছে খাওয়ার ব্যাপারে আরও সতর্ক হবেন বলেই জানিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top