আবর্জনা থেকে নলকূপ, এক WhatsApp-এই সমস্যার সমাধান, অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

আবর্জনা থেকে নলকূপ, এক WhatsApp-এই সমস্যার সমাধান, অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৭ ফেব্রুয়ারি, হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনার এলাকায় নোংরা আবর্জনা, নলকূপ নিয়ে সমস্যা রয়েছে? সেই সমস্যার কথা একটি WhatsApp নম্বরে তুলে ধরলেই হয়ে যাবে সমাধান। এমনই অভিনব উদ্যোগ বীরভূম জেলা প্রশাসনের। শুধু সমস্যার সমাধান নয়, সেই সমস্যার সমাধান হবে অভিযোগ পাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই, এমনটাই দাবি করা হয়েছে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে।

শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দপ্তরে গ্রামীণ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান উদযাপনের সময় এমনই একটি WhatsApp নম্বরের ঘোষণা করা হলো বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। নম্বর ঘোষণা করে জানানো হয়, এবার থেকে গ্রাম হোক শহর, জেলার প্রত্যেকটি জায়গার নোংরা আবর্জনা অথবা নলকূপ সংক্রান্ত কোন রকম অভিযোগ থাকলেই সেই অভিযোগ WhatsApp নম্বরে জানালে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার সুরাহা করা হবে। এই নম্বরে পাওয়া অভিযোগ সরাসরি তদারকি করবেন বীরভূমের জেলাশাসক থেকে জেলা পরিষদের কর্তাব্যক্তিরা। নম্বরটি হলো ‘৯৬৩৫৩০৯৩০০’।

এদিনের অনুষ্ঠানে প্রায় ৯৪ কোটি টাকা ব্যয়ে ১৬০০ টি প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে গ্রামের ছোট ছোট রাস্তা, নলকূপ, স্কুলের পাঁচিল, শ্মশান নির্মাণ ইত্যাদি নানান বিষয়। এই প্রকল্পগুলির উদ্বোধন করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল।পাশাপাশি প্রশাসনিকভাবে উদ্বোধন হওয়া WhatsApp নম্বরের ঘোষণা করেন বীরভূম জেলা সমাহর্তা মৌমিতা গোদারা বসু। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ প্রমুখেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top