আবহাওয়া আপডেট । উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ও মায়ানমার উপকূলে নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে। শক্তি সঞ্চয় করে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলা ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর দিয়ে ঝারখন্ড ও ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাবে।
আজ ভারী বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার বাড়ি থেকে অতি ভারি কে বৃষ্টির সতর্কতা। পর্যটকদের সমুদ্র উপকূলে নিয়ন্ত্রণের পরামর্শ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
এই নিম্নচাপের কারণে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীর জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে ১৯ ও ২০ আগস্ট শুক্র ও শনিবার সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের আজ ১৮ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, জলোচ্ছ্বাস হতে পারে। ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উপকূলেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও সমুদ্রের ঢেউ বাড়তে পারে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এই কারণে দীঘা মন্দারমনি সাগর আইল্যান্ড সহ বাংলা উপকূলে সমুদ্রের ধারে বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতি ও শুক্রবারের জন্য। সমুদ্রে স্নান করতে নিষেধাজ্ঞা রয়েছে আবহাওয়া দপ্তরের। প্রশাসনকে পর্যটকদের নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দপ্তরের।
আরও পড়ুন – ১০ গ্রাম হিরোইন সমেত গ্রেফতার মাদক বিক্রেতা
নিম্নচাপের কারনে বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাকি জেলাতে মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আজ রাতের থেকে বৃষ্টি শুরু হবে। ১৮ ই আগস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কয়েক পশলা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আগামীকাল ১৯শে আগস্ট শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা এবং দু এক পশলা ভারী বৃষ্টি পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
২০ শে আগস্ট শনিবার ভারী বৃষ্টি মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়।
সমুদ্র উত্তাল থাকবে। দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা জেলায়। মূলত শুক্র ও শনিবার এই দমকা ঝোড়ো হাওয়া বইবার প্রবল সম্ভাবনা। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলীয় অধিকর্তা। আবহাওয়া দফতর। আবহাওয়া আপডেট