Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Due to the whimsy of the weather, the potato crop may be hit again

আবহাওয়ার খেয়ালিপনার জেরে এবারও মার খেতে পারে আলু ফলন

আবহাওয়ার খেয়ালিপনার জেরে এবারও মার খেতে পারে আলু ফলন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আবহাওয়ার

আবহাওয়ার খেয়ালিপনার জেরে এবারও মার খেতে পারে আলু ফলন। ইতিমধ্যে আলু গাছ ধ্বসার আক্রমন লক্ষ্য করা গিয়েছে।পাশাপাশি ফলনও মার খাচ্ছে। কৃষকদের অভিযোগ, দিনে তাপমাত্রা বেশী এবং রাতে শীত থাকায় আলু চাষে ক্ষতি হচ্ছে। বর্তমানে প্রাক মরশুমের আলু চাষ চলছে।

 

অনেক কৃষক ইতিমধ্যে আলু তুলে ফেলেছে,আবার কিছু জমিতে এখনও আলু রয়েছে।আবহাওয়ার খামখেয়ালি পনা থাকায় ফলন মার খাওয়ার আশঙ্কা রয়েছে।তবে কৃষকদের আলু গাছ রক্ষা করতে মাঠে নেমে কাজ করছে কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি সহায়ক ও আধিকারিকরা।

 

এর মধ্যে ধ্বসার হাত থেকে আলু গাছ বাচাতে বিভিন্ন ছত্রাক নাশক দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে ধ্বসার দ্বারা ফলন মার খেলে বা আলুতে দাগের সৃষ্টি হলে দামও কম পাওয়া যাবে বলে আশঙ্কা রয়েছে।উত্তরের জেলা গুলিতে আলু চাষ মূলত অর্থকরী ফসল বলেই কৃষকরা অন্যান্য ফসলের থেকে আলুতে গুরুত্ব দেওয়া হয়।তবে বাড়তি গুরুত্ব দিলেও ফলন খারাপের আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

 

আর ও পড়ুন    সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার জায়গায় হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি

 

উল্লেখ্য, আবহাওয়ার খেয়ালিপনার জেরে এবারও মার খেতে পারে আলু ফলন। ইতিমধ্যে আলু গাছ ধ্বসার আক্রমন লক্ষ্য করা গিয়েছে।পাশাপাশি ফলনও মার খাচ্ছে। কৃষকদের অভিযোগ, দিনে তাপমাত্রা বেশী এবং রাতে শীত থাকায় আলু চাষে ক্ষতি হচ্ছে। বর্তমানে প্রাক মরশুমের আলু চাষ চলছে। অনেক কৃষক ইতিমধ্যে আলু তুলে ফেলেছে,আবার কিছু জমিতে এখনও আলু রয়েছে।

 

আবহাওয়ার খামখেয়ালি পনা থাকায় ফলন মার খাওয়ার আশঙ্কা রয়েছে।তবে কৃষকদের আলু গাছ রক্ষা করতে মাঠে নেমে কাজ করছে কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি সহায়ক ও আধিকারিকরা। এর মধ্যে ধ্বসার হাত থেকে আলু গাছ বাচাতে বিভিন্ন ছত্রাক নাশক দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে ধ্বসার দ্বারা ফলন মার খেলে বা আলুতে দাগের সৃষ্টি হলে দামও কম পাওয়া যাবে বলে আশঙ্কা রয়েছে।উত্তরের জেলা গুলিতে আলু চাষ মূলত অর্থকরী ফসল বলেই কৃষকরা অন্যান্য ফসলের থেকে আলুতে গুরুত্ব দেওয়া হয়।তবে বাড়তি গুরুত্ব দিলেও ফলন খারাপের আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top