দক্ষিন 24 পরগণা – শিক্ষাঙ্গন আবারও রূপ নিল হিংসার আখড়ায়। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ প্রাঙ্গণে ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় কলেজ ক্যাম্পাসে তৈরি হয়েছে তীব্র উত্তেজনাময় পরিস্থিতি।
আক্রান্ত ছাত্রীদের বক্তব্য: – “কোনো কারণ ছাড়াই আমাদের মারধর শুরু করে। লাথি মেরেছে, কলেজে আসলে মেরে ফেলার হুমকি দিয়েছে,” জানালেন এক আক্রান্ত ছাত্রী। অন্য একজন বলেছেন, “আমাদের ফটো তুলে নিয়েছে এবং অশালীন ভাষায় ভয় দেখিয়েছে।”
চারু মার্কেট থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেফতার বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
উচ্চশিক্ষা দপ্তর থেকে ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।”শিক্ষাঙ্গনে এমন হিংসাত্মক ঘটনা মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর শাস্তি হবে,” – কলেজের এক অধ্যাপক।
