আবারও চীন – করোনা প্রসঙ্গে সরব ট্রাম

আবারও চীন – করোনা প্রসঙ্গে সরব ট্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৬ জুন ২০২১: ফের একবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট সরব হলেন চীন- করোনা ইস্যু নিয়ে। এক প্রেস বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, এখন তো আমার ‘শত্রু’-ও (অর্থাৎ জো বাইডেন) একই কথা বলতে শুরু করেছেন । বলা যায়, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই ট্রাম্প অতিমারির জন্য চিনকে দায়ি করে আসছিলেন । এই নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছিল তাঁকে ।


এবার এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এখন প্রত্যেকে, এমনকি আমার তথাকথিত শত্রুও বলতে শুরু করেছেন ট্রাম্প চিনা ভাইরাসের বিষয়ে ঠিকই বলেছিলেন এবং তা ইউহানের ল্যাবরেটরি থেকেই আসছে ।”শুধু তাই নয়, আমেরিকাসহ গোটা বিশ্বের এত মৃত্যুমিছিল ও ক্ষয়ক্ষতির জন্য চিনের উচিত ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়া । এমনটাই মত ডোনাল্ড ট্রাম্পের ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top