রাজ্য – বর্ষার দ্বিতীয় ইনিংসে প্রবেশ করছে বাংলা। এবারে আবহাওয়ার রদবদলের নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই আগামী সপ্তাহের শুরু থেকে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার থেকে পুরোদমে বৃষ্টির দাপট শুরু হবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
মঙ্গলবার আরও বিস্তৃত এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রকোপ বাড়বে। রবিবার থেকে টানা পাঁচ দিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিশেষ করে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েকদিনে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। নদীর জলস্তর বেড়েছে। ফের দুর্যোগ শুরু হলে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
