নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ১১ ই নভেম্বর : আবারও নিউটাউনে সিন্ডিকেট নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।আহত দুই জন।একদা সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ অনুগামী বাহার আলি লস্কর ও নিউটাউন যুব তৃনমুল এর সভাপতি আফতাব উদ্দিন এর অনুগামী আলি হোসেন লস্কর এদের অনুগামী দের মধ্যে গোষ্ঠী দন্দে বেধে যায় মারামারি। আতংক ছাড়ায় নিউটাউনের লস্করহাটি এলাকা। মূলত ওই এলাকায় সিন্ডিকেট রাজ কার দখলে থাকবে সেই নিয়ে লড়াই বলে অভিযোগ। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।
অভিযোগ ,গতকাল রাতে বাহার আলী লস্কর এর অনুগামীরা ডিএলএফ ২ এর মধ্যে দিয়ে নিয়ম মাফিক স্ক্রাব মাল বের করছিল। সেই সময় আলি হোসেন লস্কর এর প্রায় ৩০ জনের মতো অনুগামী এসে বাধা দেয়। ৩০ হাজার টাকা দাবি করে। না দিলে মাল নিয়ে যেতে দেবে না। সেই টাকা দিতে অস্বীকার করলে দুপক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাহার এর অনুগামীরা নিউটাউন থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।