
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা , ১৬ ই জানুয়ারী : দিলীপ ঘোষ আগামী তিন বছরের জন্য রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হলেন। ২৬৬ জন প্রদেশ প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হয়েছে।১২৪৭ টি মন্ডল কমিটি গঠন করা সম্ভব হয়েছে।৭০হাজার ১৬১ টি নির্বাচিত কমিটি তৈরি করতে পেরেছি প্রতিটি বুথে। ৩১ টি জেলায় নির্বাচন সম্ভব হয়েছে আগামী দিনে সভাপতির নাম ঘোষণা করা হবে।266 জন প্রদেশ প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হয়েছে।



















