আবারও বেফাঁস মন্তব্য করলেন ভাঙড়ের ভোগালি ২ এর তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন

আবারও বেফাঁস মন্তব্য করলেন ভাঙড়ের ভোগালি ২ এর তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভাঙড়,১৯ শে এপ্রিল :আবারও বেফাঁস মন্তব্য করলেন ভাঙড়ের ভোগালি ২এর পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন। এদিন নিজের এলাকার কর্মী সভায় বিরোধী দের বুথে কোন এজেন্ট বসতে না দেওয়ার হুমকি দিলেন বিতর্কিত এই প্রধান।
উল্লেখ্য কদিন আগেই ”চেক দিচ্ছি আমরা ভোট দেবে মিমি” কে বলে বিতর্কে জড়িয়ে ছিলো এই তৃণমূল নেতা। এবার নিজের পঞ্চায়েত এলাকার এক কর্মী সভায় পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিলেন বুথে কোন দলের এজেন্ট বসতে না পারে সেদিকে দেখার। আরাবুল ইসলাম সহ ভাঙড় তৃণমূল নেতৃত্ব কে পাশে বসিয়ে এই মন্তব্য করেন মোদ্দাসের হোসেন। গতকাল বিকালে কাশিপুর থানার চিলেতলাতে একটি কর্মীসভার আয়োজন করেছিল। সেখানেই তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেন সিপিএম বিজেপি সহ কোন দলের এজেন্ট যেন বুথে না বসতে পারে। এরই পাশাপাশি তিনি আরো বলেন ভাঙ্গড় 2 নম্বর ব্লকের মোট দশটা পঞ্চায়েতের মধ্যে ভোগালী দুই পঞ্চায়েত মিমি চক্রবর্তী কে লিড দিয়ে সবার আগে থাকতে হবে। এই নিয়ে সমস্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন যার বুথ থেকে সব থেকে বেশি ভোটে মিমি চক্রবর্তীর পাবে পঞ্চায়েতে পক্ষ থেকে তাদের পুরস্কার দেয়া হবে। কয়েকদিন আগেই এই তৃণমূল নেতা মিমি চক্রবর্তী কে ভোট দেওয়া প্রসঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন। কৃষকদের সরকারি চেক দেওয়ার সময় তিনি তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন চেক নিয়ে মিমি কে ভোট দেয়ার জন্য। এরই পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটে আমরা লুট করে নিয়েছি এটা লোকসভা ভোট লুট করে নেওয়া যাচ্ছে না। সেই ঘটনার পর নির্বাচন কমিশন পদক্ষেপ নিলেও আবারো এই নির্দেশ দেন মোদ্দাসের বাবু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top