আবারও ভুল চিকিৎসার বলি এক বছর ৩০ -এর মহিলা

আবারও ভুল চিকিৎসার বলি এক বছর ৩০ -এর মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২রা জুন : আবারও ভুল চিকিৎসার বলি ১ । স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। দাঁত সেট করতে গিয়ে মৃত্যু ৩০ বছরের মহিলার। ভুল চিকিৎসার অভিযোগ সল্টলেকের এক নামকরা দন্ত চিকিৎসক এর বিরুদ্ধে।
দাঁত এর একটি সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন জগদ্দল থানা এলাকার বাসিন্দা বছর ৩০ এর অঞ্জলি সাহা। এপ্রিল মাসে নাগাদ ফোন মারফত অঞ্জলি দেবীর স্বামীর সাথে যোগাযোগ হয় সল্টলেকের নাম করা এক চিকিৎসক এর। দাঁত এর সমস্যা ঠিক করতে প্রথমে চিকিৎসক বৃহৎ একটি টাকা দাবি করেন তার জন্যে পিছিয়ে আসেন অঞ্জলীর পরিবার। পরে মে মাস নাগাদ আবারো সেই চিকিৎসক এর চেম্বার থেকে পরিবারের সাথে যোগাযোগ করে চিকিৎসা ১ লক্ষ ৩৭ হাজার টাকার মধ্যে করে দেওয়ার প্রস্তাব রাখা হয়। সেটিতে রাজি হয়ে অঞ্জলীর পরিবার ১ লক্ষ ৩৭ হাজার টাকা জমা করে সেই চিকিৎসকের স্ত্রীর কাছে। অঞ্জলি দেবীর স্বামী সুনীল বাবুর অভিযোগ এর পরেই গত ২৮ তারিখ অঞ্জলি দেবীর দাঁতের একটি অপারেশন করা হবে বলে জানান ওই চিকিৎসক। সেই অনুযায়ী ২৯ তারিখ রাতে সল্টলেকের তার চেম্বারে অপারেশন শুরু করেন চিকিৎসক। ১০ টা নাগাদ অপারেশন শেষ হলেও রোগীকে দেখতে দেননি ওই চিকিৎসক। রাত ১১ টা নাগাদ অপারেশন পরে অঞ্জলীর বিষয় চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান অঞ্জলীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর পরেই অঞ্জলি সাহাকে স্থানীয় একটি নিউরো হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক পরিস্থিতি সঠিক না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান তার ৮৫% ব্রেন হামারেজ হয়েছে এবং তিনি কোমায় চলে গেছেন। অবশেষে গতকাল মৃত্যু বরণ করেন বছর 30এর অঞ্জলি সাহা। এর পরেই অঞ্জলি দেবী স্বামী সুনীল কুমার সাহা স্বাস্থ্য ভবনে অভিযুক্ত চিকিৎসক অনির্বান সেনগুপ্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর অনেন্সটসেইয়া করার সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিনা বা কি কি ওষুধ তাকে দেওয়া হয়েছিল সেগুলি খতিয়ে দেখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top