আবারও মালদহে কুমিরের দেখা মিলল। আবারও মালদহে কুমিরের দেখা মিলল। এবার ঘটনাস্থল মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর ঘাট সংলগ্ন এলাকায়। মুহূর্তের মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ে। ফলে দলে দলে গ্রামবাসীরা ছুটে এসে ঘাটের কাছে ভিড় করেন কুমির দেখতে।
রবিবার সকালে মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্কর টোলার ফুল হার নদীতে মাছ ধরতে যান। জেলেরা সেখানেই কুমির দেখতে পান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে এক গ্রামবাসী আতাবুদ্দিন শেখ জানিয়েছেন, ফুলার নদীতে কুমির দেখা গিয়েছে এই খবর পাওয়া মাত্রই তারা নৌকা নিয়ে সেখানে যান কুমিরটিকে দেখতে। তারা দেখেন কমিটি মাঝে মাঝে মাথা তুলছে আবার কিছুক্ষণ পর জলে ডুবে যাচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা যায় ওই শংকরটোলা গ্রামের বহু মানুষ ওই ঘাটে স্নান করতে জলে নামে। স্বাভাবিক ভাবেই তারাও আতঙ্কগ্রস্থ। এলাকাবাসীর অনুমান ফরাক্কার ব্যারেজ সংলগ্ন এলাকা থেকেই গঙ্গা নদীর মধ্য দিয়ে এই কুমিরটি ফুলহারে এসে পড়েছে। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে মানিকচকের নুরপুর ঘাটে কুমিরের দেখা পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে সেই কুমিরটিকে পুরাতন মালদহে মহানন্দায় দেখা যায়। যদিও বনদপ্তর প্রশাসনের সহযোগিতায় বনদপ্তর সেই কুমিরটিকে বন্দী করেছিল।
আরও পড়ুন – রায়গঞ্জের ১৩ হাত কালীর মেলা
উল্লেখ্য, আবারও মালদহে কুমিরের দেখা মিলল। এবার ঘটনাস্থল মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর ঘাট সংলগ্ন এলাকায়। মুহূর্তের মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ে। ফলে দলে দলে গ্রামবাসীরা ছুটে এসে ঘাটের কাছে ভিড় করেন কুমির দেখতে।
রবিবার সকালে মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্কর টোলার ফুল হার নদীতে মাছ ধরতে যান। জেলেরা সেখানেই কুমির দেখতে পান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে এক গ্রামবাসী আতাবুদ্দিন শেখ জানিয়েছেন, ফুলার নদীতে কুমির দেখা গিয়েছে এই খবর পাওয়া মাত্রই তারা নৌকা নিয়ে সেখানে যান কুমিরটিকে দেখতে। তারা দেখেন কমিটি মাঝে মাঝে মাথা তুলছে আবার কিছুক্ষণ পর জলে ডুবে যাচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা যায় ওই শংকরটোলা গ্রামের বহু মানুষ ওই ঘাটে স্নান করতে জলে নামে। স্বাভাবিক ভাবেই তারাও আতঙ্কগ্রস্থ। এলাকাবাসীর অনুমান ফরাক্কার ব্যারেজ সংলগ্ন এলাকা থেকেই গঙ্গা নদীর মধ্য দিয়ে এই কুমিরটি ফুলহারে এসে পড়েছে। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে মানিকচকের নুরপুর ঘাটে কুমিরের দেখা পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে সেই কুমিরটিকে পুরাতন মালদহে মহানন্দায় দেখা যায়। যদিও বনদপ্তর প্রশাসনের সহযোগিতায় বনদপ্তর সেই কুমিরটিকে বন্দী করেছিল।