নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,২৫ শে আগস্ট :আসানসোল রেল ডিভিশনের ঝাড়খণ্ডের কাশিয়াটাড়ে বেশ কয়েকটি মালগাড়ি লাইনচ্যুত হবার ফলে মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত।ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের জামতোড়া ও কাশিটার স্টেশনের মাঝে। ইতিমধ্যে আসানসোল স্টেশনে তৎপরতার সঙ্গে মাইকিং শুরু হয়ে গেছে। আসানসোল রেল ডিভিশনের মেল লাইন কখন স্বাভাবিক হবে তাই ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে রেল ডিভিশন।এখন এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ জামতোড়া ও কাশিটার স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। যার ফলে ডাউন লাইনে আলাদা হয়ে যায় মালগাড়ির পাঁচটি বগি। যার জেরে রেল চলাচল ব্যহত হয় পূর্ব রেলের আসানসোল সেকশনে। আপ ও ডাউন উভয় লাইনেই রেল চলাচল ব্যহত।
শেষ খবর পাওয়া অনুযায়ী, দূরপাল্লার ট্রেনের রুট জরুরি ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে।ঘটনার কিছুক্ষনের মধ্যেই ভারতীয় রেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন। তৎপরতার সঙ্গে মালগাড়ির লাইনচ্যুত বগিগুলিকে সরিয়ে রেল পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে।