নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রবিবাসরীয় সকালে শহরবাসীর ঘুম ভাঙলো ভয়াবহ আগুনের খবর দিয়ে। আবারো শহর কলকাতায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার কেষ্টপুরের বাগজোলা খাল সংলগ্ন শতরূপা পল্লীতে একটি কাঠের দোকানে আগুন লাগে ঘটনায় ভষ্মিভূত হয়ে যায় ২৫ টি দোকান ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করতে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন।
শনিবার রাত দুটো নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। দমকলের প্রাথমিক অনুমান সিলিন্ডার বাস্ট করার কারণে এই আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা সবকটি দোকানে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। একইসঙ্গে মর্মান্তিক বিষয়, এই ঘটনায় তিনজন দমকল কর্মী সহ মোট ৬ জন আহত হয়েছেন। দুজনের অবস্থা অতি সংকট থাকায় তাদেরকে নীলরতন হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত কোনো মৃতের খবর পাওয়া যায় নি।

এর আগেও শহর কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সদ্য লেকটাউন জয়া সিনেমা হল ভষ্মিভূত হয়ে গিয়েছে আগুনে। বারংবার কলকাতা শহরে এই আগুন লাগার ঘটনার পর প্রশাসন ও এই বিষয়ে তৎপর হতে নড়েচড়ে বসেছে।