বেশ কিছুদিন ধরেই একাধিক প্রতারণার ঘটনা সামনে আসছে। কখনও ভুয়ো আইএএস অফিসার কখনও আবার ভুয়ো সরকারি উচ্চপদস্থ অফিসার। প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন একাধিক সাধারণ মানুষ। এবারে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক করা হলো পার্থ দত্তকে।
বহু মানুষকে চাকরি পায়িয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা পকেটে পুড়েছেন বেহালার পাঠকপাড়ার এই ব্যক্তি। প্রতারিতদের অভিযোগ, পরীক্ষা না দিয়েই কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেবেন বলে দাবি করেছিলেন পার্থ। এই মর্মে লক্ষাধিক টাকা নিয়েছেন তিনি। তবে অনেক দিন কেটে গেলেও চাকরির কোনও নিয়োগপত্র দিতে পারেননি তিনি। যার ফলে অভিযুক্তের বাড়িতে চড়াও হন প্রতারিতরা। এরপরই পর্ণশ্রী থানার পুলিশ অভিযুক্তকে আটক করে।
অভিযুক্ত পার্থ দত্তের দাবি, এআরএস বিভাগের উচ্চ আধিকারিককে টাকা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে ইস্টার্ন রেলের একটি আইকার্ড এবং কলকাতা পুলিশের স্টিকার লাগানো একটি মোটরবাইক পাওয়া গেছে।