দক্ষিন 24 পরগণা – বাংলাদেশ নৌবাহিনী আবারও একটি ভারতীয় ট্রলার আটক করেছে। এবার কাকদ্বীপের ট্রলার এফ বি এনি গভীর সমুদ্রে মাছ ধরার সময় আটক হয়। অভিযোগ, ট্রলারটি বাংলাদেশ জলসীমা অতিক্রম করে অনধিকার প্রবেশ করেছিল। নৌবাহিনী ওই ট্রলারসহ মোট ৯ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে। বর্তমানে তাদের বাগেরহাট আদালতে তোলার প্রস্তুতি চলছে।
ভারতীয় পক্ষের দাবি, ট্রলার এফ বি এনি আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরছিল, সেই সময় বাংলাদেশ নৌবাহিনী তাদের ধরে নিয়ে যায়। এর আগেও একাধিকবার এমন ঘটনার অভিযোগ উঠেছে। গত ১৭ অক্টোবরও একটি ভারতীয় ট্রলার আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। তার আগে জুলাই মাসে দুটি ও আগস্ট মাসে আরেকটি ট্রলারকে আটক করা হয়েছিল। এসব ঘটনার পর ভারতের মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।




















