আবারো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার পরিচালন সমিতির ভোটে জয়জয়কার সিপিআইএম citu। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোট সংস্থার প্রতি বছর পরিচালন সমিতির ভোট হয়। যখন তৃণমূল কংগ্রেসের জামানায় জয়জয়কার তখন একই ট্রেডিশনাল বজায় রাখল সিপিআইএমের citu গত পাঁচ বছর ধরে নিজেদের জায়গা ধরে রেখেছে citu বারবার তৃণমূল কংগ্রেস চাইলেও এই সংস্থার পরিচালন কমিটি দখল করতে ব্যর্থ হয় তৃণমূল কংগ্রেস। গত বছর 2021শালে ভোটে নির্বাচনের ফলাফল হয়েছিল inttuc 4 আর citu14 তুই আসন দখল করে পরিচালন কমিটি দখল করেছিল।
আরও পড়ুন – অভিষেক কে কাছে পেয়ে নিজের সমস্যার কথা জানালেন স্নেহাশীষ সাহা
গতকাল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার পরিচালন কমিটির ভোট হয়। সেখানে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গভীর রাতে ভোটের ফলাফল বের হয় সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন inttuc 2 আসোনে জয় লাভ করেন এবং সিপিআইএম শ্রমিক সংগঠন citu 16 আসোনে জয়লাভ করেন। এক প্রকার তৃণমূলের জমানায় এবারও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোট সংস্থার পরিচালন কমিটির দখল করল সিপিআইএম শ্রমিক সংগঠন citu।
আরও পড়ুন – অভিষেক কে কাছে পেয়ে নিজের সমস্যার কথা জানালেন স্নেহাশীষ সাহা
উল্লেখ্য, আবারো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার পরিচালন সমিতির ভোটে জয়জয়কার সিপিআইএম citu। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোট সংস্থার প্রতি বছর পরিচালন সমিতির ভোট হয়। যখন তৃণমূল কংগ্রেসের জামানায় জয়জয়কার তখন একই ট্রেডিশনাল বজায় রাখল সিপিআইএমের citu গত পাঁচ বছর ধরে নিজেদের জায়গা ধরে রেখেছে citu বারবার তৃণমূল কংগ্রেস চাইলেও এই সংস্থার পরিচালন কমিটি দখল করতে ব্যর্থ হয় তৃণমূল কংগ্রেস। গত বছর 2021শালে ভোটে নির্বাচনের ফলাফল হয়েছিল inttuc 4 আর citu14 তুই আসন দখল করে পরিচালন কমিটি দখল করেছিল।