আবারো ভিনরাজে কাজ করতে গিয়ে মালদহের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

আবারো ভিনরাজে কাজ করতে গিয়ে মালদহের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আবারো ভিনরাজে কাজ করতে গিয়ে মালদহের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। আবারও ভিনরাজ্য শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম জামিরুল শেখ। ২৫। তিনি মালদহের বৈষ্ণবনগর থানার দেওনাপুর এর সোয়াব্দিটোলার বাসিন্দা। ঐ শ্রমিক পরিবারের মুখে অন্ন তুলে দিতে গত ২৩ অক্টেবর কাজের উদ্দ্যেশে যান কেরালার তিরুবনন্তপুরমে।

 

সেখানে রাজমিস্ত্রির কাজ করত সে,প্রতিদিনের মত গতকাল কাজ থেকে আসেন,রাতে হটাৎ পেটে ব্যথা অনুভব করে, ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় ,সহকর্মীরা,রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যান। রাতেই খবর আসে ,খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার। শোকের এর ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

 

শেষ বারের মত প্রিয় মানুষটার মুখ দেখার অপেক্ষায় গোটা পরিবার। জানা যায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন জামিরুল। মৃতের পরিবারে রয়েছে দুই ছেলে বড় ছেলের বয়স চার বছর, ছোট ছেলে দেড় বছর।

 

জামিরুলের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অন্ধকারে ডুবেছে গোটা পরিবার। প্রশাসন দেহটি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এদিকে স্বামী হারিয়ে অসহায় হয়ে পড়েছে স্ত্রী ,কি ভাবেই চলবে পরিবার লেখা পড়া থেকে শুরু করে চিন্তায় পড়ে সাহায্যর আর্জি পরিবারের। স্থানীয় জনপ্রতিনিধি দের কাছে কাতর আর্জি করেন তার স্ত্রী।দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে।

আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের

উল্লেখ্য, আবারও ভিনরাজ্য শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম জামিরুল শেখ। ২৫। তিনি মালদহের বৈষ্ণবনগর থানার দেওনাপুর এর সোয়াব্দিটোলার বাসিন্দা। ঐ শ্রমিক পরিবারের মুখে অন্ন তুলে দিতে গত ২৩ অক্টেবর কাজের উদ্দ্যেশে যান কেরালার তিরুবনন্তপুরমে। সেখানে রাজমিস্ত্রির কাজ করত সে,প্রতিদিনের মত গতকাল কাজ থেকে আসেন,রাতে হটাৎ পেটে ব্যথা অনুভব করে, ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় ,সহকর্মীরা,রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top