আবারো ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস বিধাননগরে। বিধাননগর পুলিশের অতর্কিত হানায় পর্দাফাঁস হলো আরও এক ভুয়ো কলসেন্টারের। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে, অন্যান্য ভুয়ো কলসেন্টারের মত সেই একই Modus Operandi। ঝাঁ-চকচকে বিল্ডিং ভাড়া করে, তারপর হয় অনলাইন টেক্ সাপোর্ট দেওয়ার নাম করে, নয় লোন পাইয়ে দেওয়ার নাম করে লোক ঠকানোর ব্যবসা। কিন্তু এবার প্রকাশ পেল আরও ভয়ঙ্কর এক চক্র। যাদের কাজ প্রথমে লোন পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ছবি আদায় করে নেওয়া।
এবং তারপর সেই ছবি কিছু অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে নিরীহ ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা। সামাজিক প্রতিষ্ঠা নষ্টের ভয়ে নিরুপায় হয়ে টাকা দিয়েও ফেলেছেন অনেকে। এদিনের অভিযানে গ্রেপ্তার মোট ২৬ জন। বাজেয়াপ্ত করা হয়েছে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং রাউটার। সমস্ত ছবি দেওয়া রইল নিচে। সঙ্গে ছবি রইল অবর পরিদর্শক প্রতাপাদিত্য রায়ের, যার অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের এই সাফল্য।
আরও পড়ুন – বাঁকুড়ার পোড়া পাহাড়ে রহস্যময় গুহার সন্ধান, আদিম মানুষের বসবাসস্থল দাবী স্থানীয়দের একাংশের
উল্লেখ্য, বিধাননগর পুলিশের অতর্কিত হানায় পর্দাফাঁস হলো আরও এক ভুয়ো কলসেন্টারের। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে, অন্যান্য ভুয়ো কলসেন্টারের মত সেই একই Modus Operandi। ঝাঁ-চকচকে বিল্ডিং ভাড়া করে, তারপর হয় অনলাইন টেক্ সাপোর্ট দেওয়ার নাম করে, নয় লোন পাইয়ে দেওয়ার নাম করে লোক ঠকানোর ব্যবসা। কিন্তু এবার প্রকাশ পেল আরও ভয়ঙ্কর এক চক্র। যাদের কাজ প্রথমে লোন পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ছবি আদায় করে নেওয়া।
এবং তারপর সেই ছবি কিছু অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে নিরীহ ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা। সামাজিক প্রতিষ্ঠা নষ্টের ভয়ে নিরুপায় হয়ে টাকা দিয়েও ফেলেছেন অনেকে। এদিনের অভিযানে গ্রেপ্তার মোট ২৬ জন। বাজেয়াপ্ত করা হয়েছে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং রাউটার। সমস্ত ছবি দেওয়া রইল নিচে। সঙ্গে ছবি রইল অবর পরিদর্শক প্রতাপাদিত্য রায়ের, যার অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের এই সাফল্য। আবারো ভুয়ো