নিউজ ডেস্ক, ১ নভেম্বর,২০২০: ৭২ ঘন্টার মধ্যে ফ্রান্স দ্বিতীয়বার আক্রমণ। এবার ফ্রান্সের লিয়ন সিটিতে চার্চের কাছে এক পাদ্রীর উপর হামলা করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ৫২ বছরের ওই গ্রীক গোঁড়া গির্জার পাদ্রীকে খুব কাছ থেকে পেটে গুলি করা হয়েছে বলেই মনে করছেন চিকিৎসকবিদরা। বর্তমানে ওই পাদ্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনার পিছনে একজন আততায়ী রয়েছে বলে প্রাথমিক সন্দেহ পুলিশের। তবে একাধিক আততায়ীর তথ্যও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ সূত্রের খবর, হামলাকারীরা লম্বা কালো রঙের জামা পরেছিল এবং শটগানটি তাদের কোটের ভিতরে লোকানো ছিল। লিওনের চার্চের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন যে, যাজককে দু’জন গুলিবিদ্ধ করেছিলেন। এটি একটি ‘গুরুতর ঘটনা’ বলেই পাদ্রী হামলার ঘটনাকে ব্যাখ্যা করেছেন ফরাসী প্রধানমন্ত্রী জিন কাস্টো। প্রসঙ্গত, ফ্রান্সে এটি তৃতীয় হামলা৷ প্রথম স্যামুয়েল প্যাটি নামে একজন ইতিহাসের শিক্ষকের শিরশ্ছেদের ঘটনা ঘটে। এর দু’সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার নিস শহরের নতর দাম বেসিলিকা চার্চে গলা কেটে খুন হয় ১ মহিলা সহ ৩৷ আবারও এমন ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সে।
