নিজস্ব সংবাদদাতা,সল্টলেক,১৩ডিসেম্বর,২০২০:
আবার ও সল্টলেক দত্তাবাদ এ বোমাবাজি গতকাল গভীর রাতে বিজেপির বেশকিছু দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে বোমা ছোড়ে বলে অভিযোগ এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্তর।

তাঁর আরও অভিযোগ পরপর তিনবার এই ঘটনা ঘটল পুলিশ সেই ভাবে ব্যবস্থা নিতে পারছে না ফলে এই ঘটনা দিনের-পর-দিন ঘটে চলেছে লাবনী বাস স্ট্যান্ডে দেখা গিয়েছিল বোমার আঘাতে এক শিশু আহত হয়েছিল পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে এলাকার মানুষজন থেকে শুরু করে এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত।