আবার জলাভূমি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে, এবার কালভার্ট বুজিয়ে ফেলার চেষ্টার অভিযোগ

আবার জলাভূমি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে, এবার কালভার্ট বুজিয়ে ফেলার চেষ্টার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আবার জলাভূমি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। এলাকার একমাত্র নিকাশির মাধ্যম কালভার্ট বুজিয়ে ফেলার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ইংরেজবাজার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর এলাকার। জেলাশাসক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূলের মাফিয়ারা জলা ভরাট করছে তাই প্রশাসন নিশ্চুপ কটাক্ষ বিজেপির। কেউ বেআইনি কাজ করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দাবি তৃণমূল নেতৃত্বের।

 

অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন মালদার জেলা শাসক রাজর্ষী মিত্র। 10 থেকে 12 টি গ্রামের একমাত্র নিকাশি ব্যবস্থা যদুপুরের এই কালভার্ট। কালভার্টের পাশেই রয়েছে এলাকার বাসিন্দাদের জমি। সেই জমিতে চাষাবাদ করে দিন গুজরান করেন এলাকার বহু মানুষ। কিন্তু অভিযোগ জলাভূমি ভরাট করতে গিয়ে সেই কালভার্ট বুজিয়ে ফেলেছেন জমি মাফিয়ারা। এই কালভার্ট বুঝে ফেলা হলে বিপর্যস্ত হয়ে পড়বে এলাকার জল নিকাশি ব্যবস্থা। ফলে একদিকে যেমন ফসল উৎপাদন করতে পারবেন না এলাকার বাসিন্দারা পাশাপাশি অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়বে পুরো এলাকা।

আরও পড়ুন – আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস

10 থেকে 12 টি গ্রামের বাসিন্দারা কার্যত বর্ষাকালে জল বন্দি অবস্থায় থাকতে হবে বলে অভিযোগ। তাই এই কালভার্ট যাতে বুঝিয়ে ফেলা না হয় সেই কারণে জেলা শাসক এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরির অভিযোগ এর পেছনে মদত রয়েছে তৃণমূল নেতাদের। তাই সবকিছু দেখে চুপ করে রয়েছেন প্রশাসনের কর্তারা। যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি কেউ বেআইনি কাজ করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জলাভূমি ভরাট করা নিকাশি বন্ধ করে দেওয়া চলবে না। মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন বিডিওকে অভিযোগ খতিয়ে দেখা দেখতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, আবার জলাভূমি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। এলাকার একমাত্র নিকাশির মাধ্যম কালভার্ট বুজিয়ে ফেলার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ইংরেজবাজার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর এলাকার। জেলাশাসক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূলের মাফিয়ারা জলা ভরাট করছে তাই প্রশাসন নিশ্চুপ কটাক্ষ বিজেপির। কেউ বেআইনি কাজ করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দাবি তৃণমূল নেতৃত্বের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top