প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা নয়ছয়ের অভিযোগ। আর এই অভিযোগে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে দ্বারস্থ হলেন এলাকার জনগণেরা ।এলাকার জনগণের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরীকৃত টাকা প্রকৃত উপভোক্তার নামের পরিবর্তে অন্য সংসদের ভুয়ো ব্যাক্তির নামে অন্য পরিবারকে টাকা বরাদ্দ করা হয়েছে । এই দাবি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাছে লিখিত অভিযোগ দায়ের করল প্রাক্তন সিপিএমের সদস্য সহ সিপিআইএম কর্মী-সমর্থকরা
উল্লেখ্য, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অধীন তৃণমূল পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিএফটি ইয়াসিন গ্রাম পঞ্চায়েত সদস্য সুলতানা পারভীন কবিতা দাস ও উপপ্রধান আবুল কালাম সহ পাঁচজন মিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরীকৃত টাকা প্রকৃত উপভোক্তা দের নামের পরিবর্তে অন্য সংসদের অন্য কোন উপভোক্তার পরিবারকে টাকা বরাদ্দ করেছে তা নিয়ে শোরগোল পড়ে গেছে পঞ্চায়েত এলাকা জুড়ে।
এদিন সিপিএমের নেতা কর্মী এবং পঞ্চায়েত এলাকার প্রকৃত উপভোগ করা একত্রিত হয়ে ভুয়ো ভক্তদের নামের তালিকা প্রকাশ করে ভিডিওকে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে । জানা যায় ৩৫ জন প্রধানমন্ত্রী আবাস যোজনার ভুয়ো উপভোক্তা এবং ২৩ জন এন আর জি এস প্রকল্পের কাজের ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে আজকের এই অভিযোগ।
এই প্রসঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সদস্য জুলফিকার বলেন আলিনগর সহ বেশ কয়েকটা সংসদের উপভোক্তার টাকা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সংসদে ভুয়ো উপভোক্তার একাউন্টে ঢুকানো হয়েছে , তাতে প্রকৃত উপভোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন তা নিয়ে তদন্তের দাবি করেছেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে পাশাপাশি এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানকে দোষারোপ করেছেন ।
আর ও পড়ুন আজ থেকেই রাজ্যে কমতে চলেছে তাপমাত্রা, দুয়ারে শীত
তৃণমূল পঞ্চায়েত সভাপতি এ প্রসঙ্গে বলেন আমি শুনেছি ভিডিও অফিসার কাছে একটি অভিযোগ করা হয়েছে ভিডিও সাহেব তদন্ত করুক দেখব তদন্তের পর এ কি হচ্ছে এবং ইয়াসিন বর্তমানে সাসপেন্স অবস্থায় আছে তার সম্বন্ধে কোন কিছু বলার নেই।
এই প্রসঙ্গে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল কালাম বলেন আমার নামে মিথ্যা অপপ্রচার করে আমাকে বদনাম করার ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা নয়ছয়ের অভিযোগ। আর এই অভিযোগে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে দ্বারস্থ হলেন এলাকার জনগণেরা ।এলাকার জনগণের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরীকৃত টাকা প্রকৃত উপভোক্তার নামের পরিবর্তে অন্য সংসদের ভুয়ো ব্যাক্তির নামে অন্য পরিবারকে টাকা বরাদ্দ করা হয়েছে ।
এই দাবি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাছে লিখিত অভিযোগ দায়ের করল প্রাক্তন সিপিএমের সদস্য সহ সিপিআইএম কর্মী-সমর্থকরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অধীন তৃণমূল পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিএফটি ইয়াসিন গ্রাম পঞ্চায়েত সদস্য সুলতানা পারভীন কবিতা দাস ও উপপ্রধান আবুল কালাম সহ পাঁচজন মিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরীকৃত টাকা প্রকৃত উপভোক্তা দের নামের পরিবর্তে অন্য সংসদের অন্য কোন উপভোক্তার পরিবারকে টাকা বরাদ্দ করেছে তা নিয়ে শোরগোল পড়ে গেছে পঞ্চায়েত এলাকা জুড়ে।