Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
চাঙ্গা হয়ে উঠেছে মালদার (Maldah) আবিরের বাজার (Market)

চাঙ্গা হয়ে উঠেছে মালদার আবিরের বাজার

চাঙ্গা হয়ে উঠেছে মালদার আবিরের বাজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আবিরের

চাঙ্গা হয়ে উঠেছে মালদার আবিরের বাজার। পুরাতন মালদার সাহাপুরের কালী তলায় প্রায় 35 বছর ধরে আবিরের তৈরি করে আসছেন বিমল পাল। এই সময়কালে বেশ নামডাক হয়েছে তার। করোনার পরপর দু’বছর সেই ব্যবসা শিখেই উঠেছিল।

 

তবে এইবার করোনার কিছুটা ঝিমিয়ে পড়তেই চাঙ্গা হয়ে উঠেছেন তিনি ।এ বছর চাহিদা প্রচুর চাহিদা মতো যোগান দিতে পাচ্ছিনা। এখনো রাত দিন এক করে তার কারখানায় কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। বিমল বাবু জানান ৩০ থেকে ৩৫ বছর ধরে তার এই ব্যবসা চলছে ।

 

করোনার সময় কাল থেকে ব্যবসা তেমন হয়নি। রং খেলার তেমন হয়নি। তবে এবারে বেচাকেনা কিছুটা ভালো। হোলির আগে ১৫  দিন ধরে কাজ চলছে। তবে এবারে হারবাল আবিরের বিক্রি বেশি। পাঁচ থেকে ছয় কুন্টাল হারবাল আবির তৈরি করা হয়েছে। কিছু আবার ক্যালসিয়াম পাউডার এর বানানো হয় আবির। রাসায়নিক ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি আবিরে চাহিদা কম তাই চাহিদামত ভেষজ আবির তৈরি হচ্ছে কারখানায়।

 

আর ও পড়ুন     সুন্দরবনে নিখোঁজ ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

 

এক ধরনের পাউডার সাথে বিভিন্ন রং মিশিয়ে তৈরি হচ্ছে আবির রং জলে মিশিয়ে রাখা হয় তারপর সেই রং পরিমানমতো পাউডারের সাথে মেশানো হয় রঙের সাথে পাউডার ভালো মেশানোর পর সুগন্ধি দেয়া হয়। আবিরের বিভিন্ন রকমের সুগন্ধি ব্যবহার করা হচ্ছে। গত দুই বছর করোনার সময় লোকসানের মুখে পড়েছিল এই ব্যবসা। তবে এবার পরিস্থিতি তা প্রায় স্বাভাবিক বিক্রিবাট্টাও শুরু হয়ে গেছে।

 

উল্লেখ্য,চাঙ্গা হয়ে উঠেছে মালদার আবিরের বাজার। পুরাতন মালদার সাহাপুরের কালী তলায় প্রায় 35 বছর ধরে আবিরের তৈরি করে আসছেন বিমল পাল। এই সময়কালে বেশ নামডাক হয়েছে তার। করোনার পরপর দু’বছর সেই ব্যবসা শিখেই উঠেছিল।

 

তবে এইবার করোনার কিছুটা ঝিমিয়ে পড়তেই চাঙ্গা হয়ে উঠেছেন তিনি ।এ বছর চাহিদা প্রচুর চাহিদা মতো যোগান দিতে পাচ্ছিনা। এখনো রাত দিন এক করে তার কারখানায় কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। বিমল বাবু জানান ৩০ থেকে ৩৫ বছর ধরে তার এই ব্যবসা চলছে ।

 

করোনার সময় কাল থেকে ব্যবসা তেমন হয়নি। রং খেলার তেমন হয়নি। তবে এবারে বেচাকেনা কিছুটা ভালো। হোলির আগে ১৫  দিন ধরে কাজ চলছে। তবে এবারে হারবাল আবিরের বিক্রি বেশি। পাঁচ থেকে ছয় কুন্টাল হারবাল আবির তৈরি করা হয়েছে। কিছু আবার ক্যালসিয়াম পাউডার এর বানানো হয় আবির। রাসায়নিক ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি আবিরে চাহিদা কম তাই চাহিদামত ভেষজ আবির তৈরি হচ্ছে কারখানায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top