আবিরে রাঙা টলিপাড়ার জুটিরা!

আবিরে রাঙা টলিপাড়ার জুটিরা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টলিউড সুপারস্টার দেব ও রুক্মিণী মৈত্র দোল উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। ইনস্টা পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ।



টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন রঙের উৎসব উদযাপন করলেন একে অপরকে রং লাগিয়ে। এদিন দু’জনেই বেছে নিয়েছেন সাদা রঙা পোশাক।



হোলি পার্টিতে সামিল হয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। এই তারকা জুটির পরনেও সাদা পোশাক। নুসরত পরেছেন সাদা কুর্তি। অন্যদিকে যশ পরেছেন সাদা টি-শার্ট।


আবিরের রঙে দোল উদযাপন করলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। গৌরব পরেছেন সাদা কুর্তা এবং দেবলীনা দোলের জন্য বেছেছেন প্যাস্টেল শেডসের শাড়ি।



গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন এদিন।



অনুপম রায় ও প্রস্মিতা পাল রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। সম্ভবত কোনও ট্রিপে গিয়ে এই ছবিটি লেন্সবন্দি করেছিলেন জুটি।



ভ্যাকেশনে গিয়ে সেখান থেকেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। স্যুইমিং পুলের ধারে একাধিক ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করেছেন জুটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top