Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
আমগুড়ির প্রাচীন ঐতিহ্য বসুনিয়া বাড়ির কালীপূজা

আমগুড়ির প্রাচীন ঐতিহ্য বসুনিয়া বাড়ির কালীপূজা

আমগুড়ির প্রাচীন ঐতিহ্য বসুনিয়া বাড়ির কালীপূজা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আমগুড়ির প্রাচীন ঐতিহ্য বসুনিয়া বাড়ির কালীপূজা। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির বসোনিয়া বাড়ির এবারের ঐতিহ্যবাহী কালী পূজা ১৮৯ তম বর্ষে পদার্পণ করল। জানা গেছে এই পূজা আমগুড়ির বেতগারা নিউ কলোনি বসুনিয়া বাড়ির প্রাচীন ঐতিহ্যবাহী কালীপূজা এ পূজা, ১৮৩৩ সাল থেকে করে আসে হরিপ্রসাদ বসুনিয়া তিনি ছিলেন এলাকার প্রভাবশালী জমিদার,হরিপ্রসাদ বসুনিয়ার পুত্র ছিলেন কালীপ্রসাদ বসুনিয়া,এবং কালীপ্রসাদ বসুনিয়া দুই পুত্র ছিলেন কাল সিং বসুনিয়া ও কামদেব বসুনিয়া।

 

হরিপ্রসাদ বসুনিয়া প্রভাবশালী জমিদার হয়েও দেব দেবীর প্রতি গভীর ভক্তি শ্রদ্ধা ছিল।এবং মা কালীর আরাধনায় ব্রত হন,১৮৩৩ সালে মা কালী পূজার শুরু করে,বসুনিয়া বাড়ির ২০ ডি: জমির উপর মা কালীর মন্দির স্থাপন করে পূজা শুরু করে।১৮৯ বছর ধরে বসুনিয়া বাড়ির কালী পূজা হয়ে আসছে।হরিপ্রসাদ বসুনিয়ার বংশধরেরা বর্তমানে পূজা করে আসছে।উত্তরবঙ্গের ডুয়ার্সের বসুনিয়া বাড়ির কালী পূজার সুনাম রয়েছে।

 

এই বসুনিয়া বাড়ির যখন পূজা শুরু করেন তখন আমগুড়ির নাম ছিল না। ডুয়ার্সের অন্তর্ভুক্ত এলাকার ছিল চাপাগড় (চাপগড়) এবং সেইখানে গভীর জঙ্গলের ভরা ছিল,পাশ দিয়ে বয়ে চলছে ডুয়ার্সের অন্যতম নদী জলঢাকা।গভীর জঙ্গল থাকার ফলেও এবং জনবসতি ছিল নগণ্য।জঙ্গল থাকার ফলে পশু পাখি বাঘ হাতির প্রায় ই দেখা যেত। বর্তমান যুগের কাল ক্রমে পরিবর্তন হয়ে গভীর জঙ্গল নেই। প্রচুর জনবসতি এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে চাপাগড় থেকে আমগুড়ির নামকরণ করা হয়েছে।বর্তমানে এই কালী পূজা করে আসছেন হরিপ্রসাদ বসুনিয়ার বংশধরেরা।

 

এই কালীপূজাকে ঘিরে এলাকায় মেলা বসে এবং প্রচুর দোকানপাট দেখা যায়।এই কালী পূজায় কি গিরে এলাকায় উৎসবের আমেজ চিত্র ফুটে ওঠে। বসুনিয়া বাড়ির মা কালী কে দর্শন করতে দূর দুরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা উপস্থিত হন। এই কালীপূজা বসুনিয়া বাড়ির ঐতিহ্যর সঙ্গে জড়িয়ে রয়েছে,এই পূজাতে কোন চাঁদা কালেকশন করা হয় না। বসুনিয়ার বাড়ি কালীপূজাকে গিয়ে এলাকার মানুষ আনন্দে মেতে উঠে।এই কালীপূজায় পায়রা,পাঁঠা,হাঁস এবং চাল কুমড়া মা কালীর সামনে বলি দেওয়া হয়।

আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর

এই কালীপূজা কে ঘিরে মেলা বসে বিভিন্ন রকমারি জিনিসপত্র পাওয়া যায়।এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।বর্তমানে বসুনিয়া বাড়ির কালী পূজা করে আসেন পরিতোষ বসুনিয়া, সঞ্জিত বসুনিয়া,স্বপন বসুনিয়া,তপন কুমার বসুনিয়া, বন্দনা বসুনিয়া,সুভাষ বসুনিয়া। বসুনিয়া পরিবার একত্রিত হয়ে মা কালীর পূজা করে আসছে।এই কালী পূজা কে গিরে এলাকার মানুষ উৎসবের মেতে ওঠে। আমগুড়ি নামের সঙ্গে বেতগাড়া নিউ কলোনির বসুনিয়া বাড়ির কালী পূজার ঐতিহ্য রয়েছে।এই কালীপূজা কে ঘিরে এলাকার লোকজন আনন্দে মেতে ওঠে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top