হাওড়া – আজ সকালে হাওড়ার আমতা হাওড়া রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা। একটি স্কুল বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কয়েকজন ছাত্রছাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন এবং এক স্কুল শিক্ষিকার হাত কেটে যায় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, ওই রাস্তায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে লরি চলাচল করে এবং এটি এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এ দুর্ঘটনা অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আটক লরিচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
