বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরেও বিয়েতে না যাওয়ায় হলো জরিমানা । যুক্তরাষ্ট্রের শিকাগো নববিবাহিত এক দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও না আসা অতিথিদের জরিমানা করেছেন।
সংবাদ সুত্রে জানা গিয়েছে, জ্যামাইকাতে নিজের বিয়ের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করেছিলেন ডগ সিমন্স (৪৪) ও ডেড্রা ম্যাকগি (৪৩)। এ অনুষ্ঠানে ১০০ এরও বেশি অতিথি এসেছিলেন। কিন্তু আসার কথা বলে দুই অতিথি আসেননি। এজন্য তাদের প্রতিজনকে ১২০ ডলার করে মোট ২৪০ ডলার জরিমানা করেন দম্পতি।
আর ও পড়ুন কেএলও নিয়ে চিন্তা বেড়েছে রাজ্য প্রশাসনের, নেওয়া হলো কী ব্যবস্থা ?
অতিথিদের কাছে পাঠানো বিলের কারণ হিসেবে বলা হয়, ‘নো কল, নো শো’। অর্থাৎ তারা যে অনুষ্ঠানে আসবেন না, সেটি তারা ফোন করে জানাবার প্রয়োজনও বোধ করেননি।
জানা গিয়েছে, ওই বিলের সঙ্গে পাঠানো এক চিঠিতে তারা লিখেন, এটি আপনার কাছে পাঠানোর কারণ, অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আসবেন বলে কথা দিয়েছিলেন। আপনার জন্য যে অ্যাডভান্স সিট বুকিং দেওয়া হয়েছিল, শুধু সেই সিটের খরচ হিসেবে এই বিল পাঠানো হয়েছে। কারণ, আপনি যে আসবেন না, সে ব্যাপারে আমাদের আগে থেকে জানাননি। যে কারণে এই জরমানা ধার্য করা হলো।
জানা গিয়েছে, জ্যামাইকাতে নিজের বিয়ের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করেছিলেন ডগ সিমন্স (৪৪) ও ডেড্রা ম্যাকগি (৪৩)। এ অনুষ্ঠানে ১০০ এরও বেশি অতিথি এসেছিলেন। কিন্তু আসার কথা বলে দুই অতিথি আসেননি।
এজন্য তাদের প্রতিজনকে ১২০ ডলার করে মোট ২৪০ ডলার জরিমানা করেন দম্পতি। অতিথিদের কাছে পাঠানো বিলের কারণ হিসেবে বলা হয়, ‘নো কল, নো শো’। অর্থাৎ তারা যে অনুষ্ঠানে আসবেন না, সেটি তারা ফোন করে জানাবার প্রয়োজনও বোধ করেননি।
উল্লেখ্য, ওই বিলের সঙ্গে পাঠানো এক চিঠিতে তারা লিখেন, এটি আপনার কাছে পাঠানোর কারণ, অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আসবেন বলে কথা দিয়েছিলেন। আপনার জন্য যে অ্যাডভান্স সিট বুকিং দেওয়া হয়েছিল, শুধু সেই সিটের খরচ হিসেবে এই বিল পাঠানো হয়েছে। কারণ, আপনি যে আসবেন না, সে ব্যাপারে আমাদের আগে থেকে জানাননি। যে কারণে এই জরমানা ধার্য করা হলো।