রাতের অন্ধকারে আমবাগান থেকে কেটে ফেলা হচ্ছে গাছ

রাতের অন্ধকারে আমবাগান থেকে কেটে ফেলা হচ্ছে গাছ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আমবাগান

রাতের অন্ধকারে  আমবাগান থেকে কেটে ফেলা হচ্ছে গাছ । আম বাগানের একের পর এক গাছ কেটে তৈরি করা হচ্ছে প্লট। বিক্রি করে দেওয়া হচ্ছে বাগানের জমি। সেখানে এক এক করে গজিয়ে উঠছে কংক্রিটের বসতবাড়ি। রীতিমতন লাইট জ্বেলে রাতের অন্ধকারে গাছ কেটে বাগান সাফাই করে দিচ্ছে গাছ মাফিয়া থেকে জমি মাফিয়ারা। সব জেনেও নিশ্চুপ প্রশাসন।

 

রাতের অন্ধকারে চলছে কয়েক কোটি টাকার সবুজ ধ্বংস। বৃহৎ বাগানের পুরাতন গাছ থেকে নতুন গাছ কেটে সাফাই করে দিচ্ছে মাফিয়ারা। জমি প্লট করে বিক্রি করে দিচ্ছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। একশ্রেণীর প্রশাসনকে সঙ্গে নিয়ে সবুজ ধ্বংসের খেলায় মেতেছেন মাফিয়া রাজ অভিযোগ স্থানীয়দের। নদীয়ার শান্তিপুর থানার ৩ নাম্বার রেলগেট সংলগ্ন বালাপুকুর এলাকার একটি প্রায় পনেরো বিঘা জমিতে আমবাগান রাতারাতি কেটে ফেলা হচ্ছে। কিছুটা দূরে রয়েছে শান্তিপুর থানা।

 

প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই সবুজ ধ্বংসের চোরাচালান? পৌরসভা এলাকায় ওই আমবাগান থাকা সত্ত্বেও শান্তিপুরের প্রশাসকরা তৎপর নয় এই সবুজ ধ্বংসের বিরুদ্ধে। অথচ সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে সবুজ ধ্বংসের বিরুদ্ধে প্রচার করা।এলাকার সাধারণ বাসিন্দারা এই চক্রের ভয়ে আতঙ্কে কিছুই বলতে রাজি নয় তারা।

 

আর ও পড়ুন    ভাটপাড়ায় ফের আক্রান্ত হল তৃণমূলের এক নেতা, চললো গুলি

 

অনেকটা সময় পার হলেও, অবশেষে হাজির হলেন বনদপ্তর, খতিয়ে দেখলেন গোটা বিষয়। সচেতন নাগরিক এর প্রশ্ন, আদৌ কি কোন সুরাহা হবে সবুজ রক্ষার? নাকি লোকদেখানো পর্যবেক্ষণই সার? জমি এবং বাগান মাফিয়াদের অর্থ এবং পেশী শক্তির ভয়ে অনেকেই মুখ খুলতে না চাইলেও অতীতে বাগচীর বাগান, চিন্তা গোঁসাইয়ের বাগান সহ সাতটিরও বেশি বড় বাগান কেটে বসতি গড়ে উঠেছে। কমছে সবুজের অংশ।

 

উল্লেখ্য, রাতের অন্ধকারে  আমবাগান থেকে কেটে ফেলা হচ্ছে গাছ । আম বাগানের একের পর এক গাছ কেটে তৈরি করা হচ্ছে প্লট। বিক্রি করে দেওয়া হচ্ছে বাগানের জমি। সেখানে এক এক করে গজিয়ে উঠছে কংক্রিটের বসতবাড়ি। রীতিমতন লাইট জ্বেলে রাতের অন্ধকারে গাছ কেটে বাগান সাফাই করে দিচ্ছে গাছ মাফিয়া থেকে জমি মাফিয়ারা। সব জেনেও নিশ্চুপ প্রশাসন।  রাতের অন্ধকারে চলছে কয়েক কোটি টাকার সবুজ ধ্বংস। বৃহৎ বাগানের পুরাতন গাছ থেকে নতুন গাছ কেটে সাফাই করে দিচ্ছে মাফিয়ারা। জমি প্লট করে বিক্রি করে দিচ্ছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা।

 

একশ্রেণীর প্রশাসনকে সঙ্গে নিয়ে সবুজ ধ্বংসের খেলায় মেতেছেন মাফিয়া রাজ অভিযোগ স্থানীয়দের। নদীয়ার শান্তিপুর থানার ৩ নাম্বার রেলগেট সংলগ্ন বালাপুকুর এলাকার একটি প্রায় পনেরো বিঘা জমিতে আমবাগান রাতারাতি কেটে ফেলা হচ্ছে। কিছুটা দূরে রয়েছে শান্তিপুর থানা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top