আমবাগান কেটে সাফ করার অভিযোগ কংগ্রেস জেলা পরিষদ সদস্যর বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে হরিশ্চন্দ্রপুরে আমবাগান কেটে সাফ করার অভিযোগ কংগ্রেস জেলা পরিষদ সদস্যর বিরুদ্ধে, বনমন্ত্রীকে অভিযোগ তৃণমূল বিধায়ক তজমুলের, বেআইনি কাজ করলে দল পাশে দাঁড়াবে না সাফাই কংগ্রেস নেতৃত্বের,খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা বনদপ্তরের, আটক ১।
সামনেই আমের মরশুম। মুখ্যমন্ত্রী যেখানে বারেবারে মালদা জেলার আম গাছ নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বলছেন বিভিন্ন দপ্তর কে। সেখানেই প্রকাশ্য দিবালোকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় আম গাছ নিধনের সামনে আসলো। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারো ডাঙ্গা গ্রামে একটি পুরনো আমবাগান দিনের আলোতেই কেটে ফেলা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে আসে বনদপ্তর। তবে তাদের আসার আগেই বেশ কয়েকটি গাছ কাটা পড়ে। বনদপ্তর আধিকারিকরা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সাহায্য নিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়। গাছ কাটার সঙ্গে জড়িতদের মধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারডাঙ্গা গ্রামে মালদা জেলা পরিষদ সদস্য তথা কংগ্রেস নেতা আনেসুর রহমানের একটি আম বাগান রয়েছে। জানা গেছে ওই আমবাগান তিনি বিক্রি করেছেন। বিক্রি করলেও ওই আমবাগানে তার জমির অনেকটা অংশ রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বনদপ্তরের অনুমতি ছাড়াই সেই আম বাগানের আম গাছ গুলি প্রকাশ্য দিবালোকে কেটে ফেলা হচ্ছে।
আর ও পড়ুন অভিষেক ব্যানার্জির থেকে বেশি দাপট উদয়ন গুহের, বললেন সুজন
পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে তড়িঘড়ি ওই গ্রামে ছুটে আসে বনদপ্তর আধিকারিকরা। গাছ কাটা বন্ধ করে দেন তারা। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে বন দপ্তর আধিকারিক জানান আমরা এলাকায় আজ পরিদর্শন করলাম। বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছিল,আপাতত গাছ কাটা বন্ধ রাখা হলো।
অবৈধভাবে গাছ কাটা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতৃত্বের দাবি এই পেছনে কংগ্রেসের জেলা পরিষদ সদস্যর হাত রয়েছে। তারা এ বিষয়ে বনমন্ত্রীকে অভিযোগ জানাবেন। এলাকার কংগ্রেস নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন বেআইনি কাজ দলের কেউ করে থাকলে তার পাশে দল থাকবে না। আইন আইনের মতোই ব্যবস্থা নেবে। যদিও ওই অভিযুক্ত কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আনেসুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।