মহা অষ্টমী উপলক্ষে শিলিগুড়ির আমবাড়িতে স্নান যাত্রা। বহুবছর ধরে শহর সংলগ্ন আমবাড়ির করতোয়া নদীতে অষ্টমীর দিন স্নান করে স্নান যাত্রা পালন করে আসচ্ছে ভক্তরা। এই উপলক্ষে শিলিগুড়িবাসী, জলপাইগুড়িবাসী সহ উত্তরবঙ্গে বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম ঘটে থাকে। স্নান যাত্রা উপলক্ষে বেশ কয়েকদিন যাবত এক মেলার আয়োজন করা হয় থাকে।
এদিনের স্নান যাত্রা উপলক্ষে করতোয়া নদী সংলগ্ন এলাকা মেলার রুপে ফুটে ওঠে। পাশাপাশি অপ্রতিকার ঘটনা এরাতে জলে নামানো স্পিডবোট, এছারো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কড়া নজরদারি রয়েছে।
আরও পড়ুন ভুটান সীমান্ত জয়ঁগা তোর্ষা নদীতে চালু হতে চলেছে রিভার রাফটিং
বিগত বছর গুলোতে সংক্রমণ কালে বিধিনিষেধে স্নান যাত্রা ও মেলা পালনে পরেচ্ছিলো ভাটা তবে এবছর সব কিছুকে ভুলিয়ে বাসন্তী পুজোর অষ্টমীতে স্নান করতে দেখা যায় প্রচুর আগত ভক্তদের, স্থানীয় ব্যাবসায়ীদের ধারণা সকাল থেকে বৃষ্টি ফলে দেরী হলেও বেলা বারার সাথে সাথে ভিড় উপচে পরবে, তাতে ভালো বিক্রির আশা দেখচ্ছে বিক্রিরা।
মহা অষ্টমী উপলক্ষে শিলিগুড়ির আমবাড়িতে স্নান যাত্রা। বহুবছর ধরে শহর সংলগ্ন আমবাড়ির করতোয়া নদীতে অষ্টমীর দিন স্নান করে স্নান যাত্রা পালন করে আসচ্ছে ভক্তরা। এই উপলক্ষে শিলিগুড়িবাসী, জলপাইগুড়িবাসী সহ উত্তরবঙ্গে বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম ঘটে থাকে। স্নান যাত্রা উপলক্ষে বেশ কয়েকদিন যাবত এক মেলার আয়োজন করা হয় থাকে।
এদিনের স্নান যাত্রা উপলক্ষে করতোয়া নদী সংলগ্ন এলাকা মেলার রুপে ফুটে ওঠে। পাশাপাশি অপ্রতিকার ঘটনা এরাতে জলে নামানো স্পিডবোট, এছারো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কড়া নজরদারি রয়েছে।
বিগত বছর গুলোতে সংক্রমণ কালে বিধিনিষেধে স্নান যাত্রা ও মেলা পালনে পরেচ্ছিলো ভাটা তবে এবছর সব কিছুকে ভুলিয়ে বাসন্তী পুজোর অষ্টমীতে স্নান করতে দেখা যায় প্রচুর আগত ভক্তদের, স্থানীয় ব্যাবসায়ীদের ধারণা সকাল থেকে বৃষ্টি ফলে দেরী হলেও বেলা বারার সাথে সাথে ভিড় উপচে পরবে, তাতে ভালো বিক্রির আশা দেখচ্ছে বিক্রিরা।