নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ নভেম্বর, শেষমেশ আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিলেন পার্শ্বশিক্ষকরা। বিধাননগরের অদূরে সেন্ট্রাল পার্ক মেলা ময়দানের পাশে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানার টাঙ্গালেন। এবং জানালেন, আগামীকাল থেকে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা শিক্ষক-শিক্ষিকা আগামীকাল থেকে ধর্না মঞ্চে অনশন চালিয়ে যাবেন। পার্শ্বশিক্ষকদের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন না দাবি পূরণ হচ্ছে ততদিন এই অনশন চলবে। তবে আদালতের তরফ থেকে মঙ্গলবার অবধি আন্দোলনের অনুমতি রয়েছে। আন্দোলনকারীদের আমরণ অনশন মঙ্গলবার পর্যন্ত শেষ না হলে নতুন করে অনুমতি নিতে হবে আদালতের।