আমরা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসী, পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট নিয়ে মন্তব্য ফিরহাদের । আজ ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট নিয়ে বলেন আমরা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসী, তাই আমরা আমাদের দলের সবার মধ্যে আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছি সবাইকে জানিয়ে দেবো। সেন্ট্রাল এজেন্সিকে ভুলভাল কাজে ইউজ করাটা বেড়ে গেছে।
এখনো আমি বিশ্বাস করি ইডি সিবিআই এএনআই এ অনেক বড় বড় অফিসার্স আছে এদেরকে তৈরি করা হয় দেশের পক্ষে যেগুলো ভয়াবহ এদেরকে দিয়ে তদন্ত করা হয়। এখানকার পুলিশ দিয়ে এখানকার তদন্ত করা যেতে পারে। এইরকম তদন্তকে সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে তদন্ত করিয়ে সেন্ট্রাল এজেন্সির সম্মান হারানো হচ্ছে। নেহুল চোকসি হরসত মেহেতা নীরব মোদি যারা কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে বিভিন্ন টেরোরিস্ট সংগঠন তাদের ওপর এইরকম সংস্থা দিয়ে তদন্ত করা উচিত।
আরও পড়ুন – বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা
উল্লেখ্য, আজ ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট নিয়ে বলেন আমরা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসী, তাই আমরা আমাদের দলের সবার মধ্যে আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছি সবাইকে জানিয়ে দেবো। সেন্ট্রাল এজেন্সিকে ভুলভাল কাজে ইউজ করাটা বেড়ে গেছে। এখনো আমি বিশ্বাস করি ইডি সিবিআই এএনআই এ অনেক বড় বড় অফিসার্স আছে এদেরকে তৈরি করা হয় দেশের পক্ষে যেগুলো ভয়াবহ এদেরকে দিয়ে তদন্ত করা হয়। এখানকার পুলিশ দিয়ে এখানকার তদন্ত করা যেতে পারে।
এইরকম তদন্তকে সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে তদন্ত করিয়ে সেন্ট্রাল এজেন্সির সম্মান হারানো হচ্ছে। নেহুল চোকসি হরসত মেহেতা নীরব মোদি যারা কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে বিভিন্ন টেরোরিস্ট সংগঠন তাদের ওপর এইরকম সংস্থা দিয়ে তদন্ত করা উচিত।



















