নিজস্ব সংবাদদাতা ,পুরুলিয়া, ১৭ ই জুলাই : আমরা রাজনীতি না করে কি কীর্তন করব? দম থাকলে আমাদের আটকান।”প্রাতভ্রমণে বেরিয়ে৷ সাংবাদিকদের সামনে এমন কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। দলিয় কর্মসূচি উপলক্ষে গতকাল রাতেই পুরুলিয়া এসে পৌঁছন তিনি। আজ ভোরে শহরের সাহেব বাঁধ রোড ধরে হাঁটতে শুরু করেন তিনি। সংগে ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ বেশ কিছু কর্মকর্তা। প্রাত ভ্রমনের মধ্যেই চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করেন তিনি। এসময় কথা বলেন দলিয় সংবাদমাধ্যম ও কর্মকর্তা সংগেও। এদিন সাংবাদিকদের অবশ্য তৃণমূল নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন তিনি। গতকাল নদীয়ায় দলিয় কর্মীর মৃত্যুর ঘটনার উল্লেখ করে তিনি বলেন তৃণমূল বহু বিজেপি কর্মীকে হত্যা করেছে। সন্ত্রাসের রাজত্ব চলছে এই রাজ্যে।
আমরা রাজনীতি না করে কি কীর্তন করব? দম থাকলে আমাদের আটকান : দিলীপ ঘোষ
আমরা রাজনীতি না করে কি কীর্তন করব? দম থাকলে আমাদের আটকান : দিলীপ ঘোষ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram