নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ নভেম্বর, ২০২০: গত কাল পূর্ব কলকাতার কাঁকুড়গাছি আমরা সবাই ক্লাব এর শ্যামা পূজো প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বাংলাদেশের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। তারাপীঠ ,দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, কালীঘাটের আদলে প্রতিমা এই মণ্ডপে পরিলক্ষিত হয়।
গতকালের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাই কমিশনের কমিশনার জামাল হাসান এবং উপস্থিত হয়েছিলেন রাজ্যের পুরও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও আদ্যাপীঠমঠের আচার্য মরাল ভাই প্রমুখরা,এই অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দেন এছাড়াও বিধায়ক পরেশ পাল এই প্রাক্তন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার কে স্মারকদিয়ে সম্মানিত করেন এবং পরেশ পাল বল করেন ও ক্রিকেটের ব্যাটে বল লাগিয়ে প্রতীকী ক্রিকেটের মুহূর্ত তুলে ধরেন। দুটি দেশকে এক মঞ্চে তুলে ধরেছেন পরেশ পাল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় সমগ্র উদ্বোধন অনুষ্ঠান।
আরও পড়ুন…কোভিডের কারণে লুপ্ত হয়ে যাচ্ছে মাটির শিল্প
বাংলার বিভিন্ন সংস্কৃতিকেও তুলে ধরেছে আমরা সবাই ক্লাব। মঞ্চ থেকে নেমে ঘোড়ার গাড়ি করে মায়ের মন্ডপ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ককে। তারাপীঠ ,দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, কালীঘাটের আদলে প্রতিমা এই মণ্ডপে পরিলক্ষিত হয়।