নবদ্বীপে আগমেশ্বরী কালীপুজো হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই । নবদ্বীপের শহরে আগমেশ্বরী কালী পুজো শুরু হয়েছিল ৬০০ বছর আগে। শতাব্দী প্রাচীন এই পুজোর জাঁকজমক যথেষ্ট রয়েছে কর্মকর্তাদের কাছে। আশ্চর্যের বিষয় এখনও মৃৎশিল্পীরা মূর্তির পিছন থেকে দেবীর চোখ থেকে থাকেন। তন্ত্র মতে নয় বৈষ্ণব মতে পুজো হয় আগমেশ্বরী কালী। পুজো ঘিরে এখনো মানুষের মধ্যে যথেষ্ট নিষ্ঠা ও ভুক্তি রয়েছে।
জানা গিয়েছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আজও হয়ে আসছে আগমেশ্বরী কালী পুজো। আগমেশ্বরী কালী এর বিশেষত্ব হলো নবদ্বীপ ও শান্তিপুরে তন্ত্র মতে নয় বৈষ্ণব মতে পুজো হয় মায়ের। তন্ত্র মতে কারণ বাড়ি পুজোর অন্যতম উপকরণ হলেও বৈষ্ণব মতে পূজিত আগমেশ্বরী কালী পুজোয় কারণবারি লাগেনা। গোপালের মূর্তি সামনে রেখে মায়ের পুজো হয়।
দেবীর উদ্দেশ্যে বলি দেয়া হয় না আগমেশ্বরী কালী পুজোর সঙ্গে বংশ পরস্পরায় জড়িত নবদ্বীপের এক পরিবারের সদস্য জানালেন মায়ের পুজো ঘটে হয়না পুজো হয় দক্ষিণা কালীর যন্ত্রে। এই যন্ত্র একমাত্র স্পর্শ ও দর্শন করতে পারেন পুরোহিত। কালীপুজোর রাতে যন্ত্রটিকে মন্দির থেকে বার করে আনেন। পুরোহিত দেবীর বিশাল মূর্তির সামনে যন্ত্রটিকে রেখে ভোগরাগ নিবেদিত করা হয়।
আর ও পড়ুন ত্রিপুরায় অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পুজো শুরু করেছিলেন তাঁর নামেই আজও আজমের শরিফ দেবীর নামকরণে আগমেশ্বরী কালী পুজো হয়ে আসছে নিয়ম নিষ্ঠা সহকারে।এখনো বড় হাঁড়িতে খিচুড়ি অন্য কড়াইতে সবজি তরকারি পায়েস আগমেশ্বরী মাকে ভোগ দেওয়া হয়।
প্রতি বছর কালিপুজোর সময় চতুর্দশী তিথিতে কুড়ি হাত ওই কালী মূর্তি স্থাপন করা হয়। অমাবস্যা তিথি পড়লে চক্ষুদান করা হয় তবে সারাবছর নবদ্বীপের আগমেশ্বরী তলা মন্দিরে দেবীর পঞ্চমুন্ডির আসনে নিত্য সেবা করে থাকেন পুজোর কর্মকর্তারা।
উল্লেখ্য, নবদ্বীপে আগমেশ্বরী কালীপুজো হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই । নবদ্বীপের শহরে আগমেশ্বরী কালী পুজো শুরু হয়েছিল ৬০০ বছর আগে। শতাব্দী প্রাচীন এই পুজোর জাঁকজমক যথেষ্ট রয়েছে কর্মকর্তাদের কাছে। আশ্চর্যের বিষয় এখনও মৃৎশিল্পীরা মূর্তির পিছন থেকে দেবীর চোখ থেকে থাকেন। তন্ত্র মতে নয় বৈষ্ণব মতে পুজো হয় আগমেশ্বরী কালী।
পুজো ঘিরে এখনো মানুষের মধ্যে যথেষ্ট নিষ্ঠা ও ভুক্তি রয়েছে। জানা গিয়েছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আজও হয়ে আসছে আগমেশ্বরী কালী পুজো। আগমেশ্বরী কালী এর বিশেষত্ব হলো নবদ্বীপ ও শান্তিপুরে তন্ত্র মতে নয় বৈষ্ণব মতে পুজো হয় মায়ের। তন্ত্র মতে কারণ বাড়ি পুজোর অন্যতম উপকরণ হলেও বৈষ্ণব মতে পূজিত আগমেশ্বরী কালী পুজোয় কারণবারি লাগেনা। গোপালের মূর্তি সামনে রেখে মায়ের পুজো হয়।