বলিভিয়া :প্রায় তিন সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’ আমাজন। তাকে বাঁচাতে গোটা বিশ্ব উদ্যোগী হলেও আলোচনাতেই শেষ। বড় বড় দেশগুলো কোনওরকম সমাধান সূত্র নিয়ে এগিয়ে আসেনি। কিন্তু একটি ছোট্ট দেশ বলিভিয়া আমাজনকে বাঁচাতে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করল। বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস জানিয়েছেন, সুপার ট্যাঙ্কার দিয়ে বিমান থেকে জল ছেটানো হবে অরণ্যে।
বলিভিয়ায় শুক্রবার থেকেই জল-অভিযান শুরু হওয়ার কথা ছিল । আমাজনের জঙ্গলের সিংহভাগ বেশ খানিকটা অংশ রয়েছে বলিভিয়ায় তাই এই উদ্যোগ। দাবানল রুখতে লিজ নেওয়া হয়েছে সুপার ট্যাঙ্কার বোয়িং বিমান ৭৪৭। তারপর তিনটি হেলিকপ্টার ও ৫০০ দমকল কর্মী, সেনা-সহ রওনা দেওয়ার কথা বোয়িং বিমান ৭৪৭-এর। বিমানের ওই সুপার ট্যাঙ্কারে প্রায় ১১৫ হাজার লিটার জল ধরে। বিমানের সুপার ট্যাঙ্কারে জল ভরে আগুনে পুড়তে থাকা আমাজন জঙ্গলের উপরে গিয়ে জল ছিটিয়ে দেওয়া হবে।
পৃথিবীর প্রাণী জগৎ যে অক্সিজেন গ্রহণ করে, তার প্রায় ২০ শতাংশ সরবরাহ করে এই আমাজন অরণ্য। পৃথিবীর সেই ফুসফুস আক্রান্ত হয়ছে সপ্তাহ তিনেক আগে। দাউদাউ করে জ্বলছে জঙ্গল। অন্তত ২৫০০টি জায়গায় পকেট ফায়ার রয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার জঙ্গল পুড়ে যাচ্ছে।
একাংশের মতে, জঙ্গলের জমি বেআইনিভাবে সাফ করে চাষযোগ্য করে তোলা হচ্ছে ফলে ভূমিক্ষয়ের আশঙ্কা বাড়ছে, আলগা হচ্ছে বড় গাছের শিকড়। স্যাটেলাইট ছবিতে ট্রাক্টর ঢুকিয়ে মাটি চষার ছবিও দেখা গিয়েছে । এতে কোনোরকম আপত্তি জানাই নি ব্রাজিল সরকার l যার জেরে আলগা হচ্ছে গাছের শিকড়। নিজের বৈচিত্র্য হারাচ্ছে এই চিরসবুজ অরণ্য। তিল তিল করে মৃত্যুর দিকে এগোচ্ছে পৃথিবীর ফুসফুস।