‘আমাদের পাড়া আমাদের সমাধান’— পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পে বেকারত্ব ও পাড়ার সমস্যা সমাধানের উদ্যোগ

‘আমাদের পাড়া আমাদের সমাধান’— পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পে বেকারত্ব ও পাড়ার সমস্যা সমাধানের উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথীর পর, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে চালু করতে চলেছেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামক নতুন প্রকল্প। ২১শে জুলাইয়ের সমাবেশে এই প্রকল্পের ঘোষণা করে তিনি দাবি করেন, এটি দেশের মধ্যে প্রথম এমন উদ্যোগ যা প্রতিটি পাড়ার বেকার সমস্যা ও ছোটখাটো নাগরিক সমস্যার সরাসরি সমাধান করবে। রাজ্য সরকারের তরফে ২২শে জুলাই এই প্রকল্পের বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে।

প্রকল্প অনুযায়ী, ২রা আগস্ট থেকে প্রতিটি পাড়ায় একটি করে সরকারি বুথ স্থাপন করা হবে, যেখানে নাগরিকরা নিজ নিজ সমস্যার কথা জানাতে পারবেন। একই সঙ্গে স্থানীয় স্তরে কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি হবে। বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা সংস্কার, স্কুল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের মতো পরিষেবা এই প্রকল্পের আওতায় থাকবে। প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকছে এবং সমগ্র রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ৮ হাজার কোটি টাকা। ডিসেম্বর মাসে ‘দুয়ারে সরকার’-এর আওতায়ও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে মানুষের ঘরে ঘরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top