নিজস্ব সংবাদদাতা,২১ শে ডিসেম্বর :আমানতকারী দের টাকা ফেরতের দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচীতে সামিল হল অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটার এন্ড এজেন্ট ফোরামের সদস্যরা। এদিন রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে পথ অবরোধ করে সংগঠনের সদস্যরা।
আমানতকারী দের টাকা ফেরতের দাবিতে শুক্রবার বিভিন্ন যায়গার পাশাপাশি কান্দি বাসস্ট্যান্ডের সামনে কান্দি বহরমপুর রাজ্য সড়কে পথ অবরোধ করল বিভিন্ন চিটফান্ড সংস্থার এজেন্টরা। এদিন ১২ থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা পথ অবরোধ করে অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটার এন্ড এজেন্ট ফোরামের সদস্যরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
বিভিন্ন যায়গার পাশাপাশি এদিন জেলার সদর শহর বহরমপুরেও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটার এন্ড এজেন্ট ফোরামের সদস্যরা। এদিন গ্রীর্জার মোড়ে অবরোধ করে রাখে বিভিন্ন অর্থলগ্নী সংস্থার এজেন্টরা। অবরোধের ফলে দীর্ঘ জানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে বহরমপুর থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের প্রতিকি গ্রেপ্তার করে।
এদিন মুর্শিদাবাদের জেলার পাশাপাশি মালদাতেও পথ অবরোধ করে আমানতকারীরা। এদিন অল বেঙ্গল চিট ফান্ড সাফারাস ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রায় কয় একশো আমানতকারী ও এজেন্টরা মালদা 34 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে। এই অবরোধ চলে প্রায় ঘন্টাখানেক । পরে ঘটনাস্থলে ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী এসে আবরোধ তুলে দেয়।