বিনোদন – টলিউডে খুব পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। হাসিখুশি মিষ্টি এই নায়িকা ইন্ডাস্ট্রির সকলেরই খুব প্রিয়। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত। ছোট ও বড়পর্দায় চুটিয়ে অভিনয় করেন নায়িকা। সম্প্রতি তাঁর চালচিত্র ছবিটি মুক্তি পেয়েছে, যেখানে টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের মতো সব সময় থাকতেই ভালোবাসেন স্বস্তিকা। আর সময় পেলেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। ৩১ মার্চ ছিল স্বস্তিকার মায়ের জন্মদিন। আর এইদিন মায়ের সঙ্গে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নায়িকা। আর সেই পোস্টে কমেন্ট করলেন শোভনের স্ত্রী সোহিনী সরকার।
স্বস্তিকা এইদিন মা সুনীতা দত্তের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে লেখেন, ‘এখান থেকেই আমি হিন্দি ও পাঞ্জাবি ভাষা বলতে শিখেছি। শোন না বলছি এই বছরের বার্থডে টা তো একটু বেশিউ স্পেশাল মা। আমার ও আমাদের জন্য তুমি যেটা করে চলেছো তার জন্য ধন্যবাদ। আমি খুব ভাগ্যবান মেয়ে। তোমার সব ইচ্ছে পূরণ হোক।’ তবে এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বস্তিকা মাকে মনে করিয়ে দেন যে তিনি আর ছোটটি নেই। নায়িকা পোস্টের শেষে লেখেন, ‘অযথা একগাদা রান্না করা আর ছুটির দিনে আমার বেডরুমে ঢুকে এসি বন্ধ করা, বন্ধ করো দয়া করে, আমি বড় হয়েছি মা।’
স্বস্তিকার এই পোস্টে লাল রঙের হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করতে দেখা গিয়েছে সোহিনী সরকারকে। স্বস্তিকার সঙ্গে শোভনের ব্রেকআপের পর সোহিনীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন শোভন। এক বছরের মধ্যেই সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। তবে স্বস্তিকার এই পোস্টে সোহিনীর কমেন্ট দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে শুধু সোহিনী নন, শোভনের আর এক প্রাক্তন ইমনও নায়িকার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই একটা পোস্টই শোভনের দুই প্রাক্তন ও এক বর্তমানকে এক জায়গায় এনে দিল অবশেষে।
প্রসঙ্গত, স্বস্তিকা মা সুনীতা দত্ত পাঞ্জাবি। আর সেখান থেকেই স্বস্তিকা হিন্দি ও পাঞ্জাবি এত ভাল বলেন। স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন। তাঁর পোস্ট করা ছবি মাঝে মাঝে নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়ায়। টেলিভিশনে শেষ দেখা গিয়েছিল স্বস্তিকাকে তোমার খোলা হাওয়া সিরিয়ালে। এরপর তিনি সিনেমা ও সিরিজে মনোনিবেশ করেন। গত বছর মিমি ও আবিরের সঙ্গে আলাপ এবং চালচিত্র ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন তিনি। এছাড়াও গভীর জলের মাছ সিরিজের দ্বিতীয় মরশুম দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। আড্ডা টাইমসে রয়েছে ‘বসন্ত এসে গেছে।’
