বিদেশ – মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে ঘটল চাঞ্চল্যকর খুনের ঘটনা। কর্নাটকের বাসিন্দা ও স্থানীয় এক মোটেলের মালিক চন্দ্র নাগামাল্লাইয়াহ (৫০) নিজেরই কর্মচারীর হাতে প্রাণ হারালেন। অভিযুক্ত ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ (৩৭) ধারাল অস্ত্র দিয়ে প্রথমে তাঁকে এলোপাথাড়ি কোপায়, পরে মাথা কেটে ফেলে ভয়াবহ নৃশংসতা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ছিন্ন মুণ্ডে লাথি মেরে সেটি জঞ্জালের স্তূপের দিকে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত। ঠিক তখনই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় হোটেলের একটি ভাঙা ওয়াশিং মেশিনকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। মালিক নাগামাল্লাইয়াহ কর্মচারীকে সেটি ব্যবহার করতে বাধা দিলে উত্তেজনা বাড়ে। প্রথমে ভাষাগত সমস্যায় নির্দেশ না বোঝার কারণে অন্য কর্মচারীর সাহায্য নেন অভিযুক্ত। কিন্তু অল্পক্ষণের মধ্যেই ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান। রক্তাক্ত অবস্থায় পালাতে চাইলে নাগামাল্লাইয়াহ ধরা পড়েন। তাঁর স্ত্রী ও ছেলে অভিযুক্তকে আটকাতে গেলে তাঁদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সে। এরপরই ঘটে যায় হত্যাকাণ্ড।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রক্তমাখা পোশাকে অভিযুক্তকে আটক করে পুলিশ এবং তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় ভারতীয় প্রবাসী সমাজও স্তম্ভিত। মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, নিহতের পরিবারকে সবরকম সাহায্য করা হবে এবং গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে।
