আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র। কানসাসে রেস্তোরাঁয় ঢুকে আততায়ীদের এলোপাথাড়ি গুলি। তেলঙ্গানার যুবকের মৃত্যু। কেন হামলা? সে ব্যাপারে এখনও রয়েছে ধোঁয়াশা। এদিকে মৃত ছাত্রের পরিবারের তরফে সুষমা স্বরাজের কাছে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হয়তো ডাকাতির উদ্দেশ্যেই আততায়ীরা গুলি চালায় এবং তাতেই মৃত্যু হয় শরথ কপ্পু নামের ওই ভারতীয় পড়ুয়ার। মার্কিন সময় শুক্রবার সন্ধে নাগাদ জে,স ফিস অ্যান্ড চিকেন মার্কেটে ছিলেন শরথ। তখনই ওখানে হামলার ঘটনাটি ঘটে।