তৃণমূলে জায়গা না পেলে, আম আদমি পার্টিতে যুক্ত হওয়ার ঘোষণা লক্ষ্মণ শেঠের। সিপিএম ত্যাগ করার পর বেশ কয়েকটি দলে যুক্ত হওয়ায় কোন দলে জায়গা করতে পারেনি হলদিয়ার দোর্দণ্ডপ্রতাপ নেতা লক্ষ্মণ শেঠ। বিজেপি, কংগ্রেস এর পর এবার তৃণমূলে যুক্ত হতে চায় লক্ষ্মণ শেঠ। বেশ কয়েক বছর ধরে তৃণমূলে যোগদান করার সরাসরি ইচ্ছা প্রকাশ করলেও, লক্ষ্মণ শেঠ কে তৃণমূলে জায়গা দেয়নি হাইকমান্ড।
সম্প্রতি ঘাসফুল শিবিরে যোগ দেবার চেষ্টা করলেও এভাবে কোনো সাড়া মেলেনি। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বড় টেকনিকেল কলেজ এইচ আই টি এর চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ সাংবাদিক সম্মেলন করে বলেন, “তৃণমূল কংগ্রেস দলটা খুবই ভালো, রাজ্যের বাইরে ও বিস্তার লাভ করুক, আমিও রাজনীতির মানুষ তৃণমূলে যোগদান করতে চাই।
বহুবার তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেও কোনো উত্তর মেলেনি। সামনে পঞ্চায়েত ও পৌর ভোট রয়েছে, রাজনীতির লোক কিছু কাজ করতে চাই। সামনে ভোটে তৃণমূলের যদি জায়গা না মেলে, তাহলে আম আদমি দলে যাওয়ার চিন্তা করতে হবে। ”
তিনি আরো বলেন, “হলদিয়া কে নতুন করে গড়ার অনেক স্বপ্ন ছিল, এত বছর কেটে গেলেও হলদিয়া গড়ার কোন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তৃণমূল দলে জায়গা পেলে হলদিয়াকে নতুন করে গড়ার স্বপ্ন রয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে নন্দীগ্রামে শিল্প-কারখানা করতে গিয়ে বুমেরাং হয় লক্ষ্মণ শেঠের রাজনীতি জীবন।
আরও পড়ুন – ঘুরতে যাওয়ার নাম করে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ
নন্দীগ্রামের লক্ষ্মণ শেঠের লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেস। তৎকালীন বামফ্রন্ট সরকার লড়াইয়ে ব্যর্থ হয়ে যাওয়ার পর ২০১৪ সালে সিপিএম থেকে বহিস্কৃত হন লক্ষণ শেঠ। যদিও বর্তমানে তৃণমূলের সেই দূরত্ব ভুলে যেতে চান।
লক্ষ্মণ শেঠ বলেন, ” রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তৃণমূলে যোগদান করার চেষ্টা করছি। শাসক দলে এলে অসমাপ্ত কাজ আমি শেষ করবো। “হলদিয়ার বিভিন্ন দেওয়ালে আম আদমি পার্টির পোস্টার লক্ষ্য করা যাচ্ছে। এবারে লক্ষ্মণ শেঠ খোদ আম আদমি পার্টিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল।