দিল্লি – রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আম বোঝাই একটি ট্রাক উলটে পড়ে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনাটি ঘটে কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিমি দূরের রেড্ডি চেরুভু কাট্টা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে প্রায় ৩০–৪০ টন আম ছিল এবং বস্তাগুলির উপর বসে ছিলেন ২১ জন শ্রমিক। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উলটে পড়ে একটি পুকুর পাড়ে। শ্রমিকরা ছিটকে পড়েন এবং তাঁদের উপর ভারী বস্তাগুলি পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের, যাঁদের মধ্যে ৫ জন মহিলা শ্রমিক।
স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এবং পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
চালক পুলিশকে জানিয়েছেন, উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়িকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা এসেছিলেন রাজামপেটা মণ্ডলের এসুকাপল্লি এলাকা থেকে, একটি ফার্মে আম তুলতে। রেল কোদুরু মার্কেটে আম বিক্রি করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী মান্ডিপল্লি রামপ্রসাদ রেড্ডি ও মন্ত্রী বিসি জনার্দন রেড্ডি। আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
