ভাইরাল – এক হাতে ছোট আয়না। অন্য হাতে ধরা রয়েছে চিরুনি। আয়না দেখে অনবরত চুল আঁচড়ে যাচ্ছে একটি শিম্পাঞ্জি। চুল আঁচড়ানোর পর কেমন লাগছে তা আবার আয়নায় দেখেও নিচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘ওয়ার্ল্ড.অফ.মাঙ্কিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি শিম্পাঞ্জি মন দিয়ে তার মাথার সামনের চুল আঁচড়ে যাচ্ছে। অন্য হাতে আবার আয়না ধরে রেখেছে সে। সামনের চুল যেন খাড়া না হয়ে যায় তাই চিরুনিটিকে চেটে ভিজিয়ে দিচ্ছে শিম্পাঞ্জিটি।ভেজা চিরুনি দিয়ে আবার চুল আঁচড়াচ্ছে সে। মাঝেমাঝে আয়নায় নিজেকে দেখেও নিচ্ছে শিম্পাঞ্জিটি। কখনও কখনও আয়নাটিকে একেবারে মুখের সামনে ধরে ফেলছে সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এমন রূপসচেতন শিম্পাঞ্জি আগে কখনও দেখিনি। খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় নিজেকে দেখছে সে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুব মজার। শিম্পাঞ্জির কাণ্ডকারখানা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল।’’
