নতুন দিল্লি, ৫ মার্চ, ২০২১:ভারতের কম্পিটিশন কমিশন (সিসিআই) আজ ভার্চুয়াল মাধ্যমে কম্পিটিশন আইনের অর্থনীতি বিষয়ক ষষ্ঠ জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে মূল বক্তব্য রাখেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান, শ্রী এন.কে. সিং ।

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিআই’এর সভাপতি শ্রী অশোক কুমার গুপ্ত এবং সিসিআই’এর সদস্য ডঃ সংগীতা ভার্মা।শ্রী এন.কে. সিং করোনা মহামারী প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান এই মহামারী দীর্ঘ সময় ধরে আটকে থাকা ভারতের অর্থনৈতিক ক্ষেত্রের সংস্কার সম্পন্ন করা কিভাবে বাধ্যতামূলক হয়ে করে তুলেছিল। তিনি বলেন পুন: বিনিয়োগ ও বেসরকারীকরণ কর্মসূচী সরকারের মূলধনী ব্যায়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করবে,সামাজিক পরিকাঠামো উন্নয়ন সম্ভবপর করে তুলবে এবং প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। তবে বাজারের নানান সমস্যা কাটিয়ে ওঠা এবং লাগামছাড়া প্রতিযোগিতা ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য এই কম্পিটিশন আইনের প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। এই প্রসঙ্গে শ্রী সিং বাজারের নিয়ন্ত্রকদের ভূমিকা’র উপর জোর দেন। শ্রী সিংহ বাজারের নানান সমস্যার কথা তুলে ধরেন।এই সমস্যা সমাধানে আলোচনা, প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয়গুলির জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।বিশেষ অতিথির ভাষণে, শ্রী অশোক কুমার গুপ্ত বাজারের অগ্রগতি ,স্বাস্থ্যকর প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে ধরেন। সিসিআই’এর সদস্য ডঃ সংগীতা ভার্মা ডিজিটাল লেনদেনের মাধ্যমে বাজারের ক্রমবর্ধমান পরিবর্তন প্রসঙ্গে বক্তব্য রাখেন। এছাড়াও এই সম্মেলনে ‘ডিজিটাল বাজারের নীতি নির্ধারণ’ এবং ‘অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির সদ্ব্যবহার’ বিষয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক ও সংস্থা।



















