পুলিসে SI নিয়োগের পরীক্ষায়, ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলকের দাবিতে বুধবার, সল্টলেকে আরক্ষা ভবনের সামনে বাংলা পক্ষর ডেপুটেশন কর্মসূচী। বুধবার সকালে, বাংলা পক্ষর কর্মীরা মায়ের হয় আরক্ষা ভবন এর সামনে। পুলিশের এস আই পরীক্ষায় বাংলা জানা এবং পশ্চিমবঙ্গের ছেলেদের চাকরির দাবি নিয়েই তাদের এই জমায়েত। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
বাংলা কক্কর তরফ থেকে তাদের এই দাবির জানানো হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে। গর্গ চট্টোপাধ্যায় জানান, তামিল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট কিংবা অন্যান্য রাজ্যে, রিক্রুটমেন্ট পরীক্ষায় সেই রাজ্যের ভাষা জানা বাধ্যতামূলক রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা নেই। পশ্চিমবঙ্গে পুলিশে, এসআই পদে নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতেই বাংলা পক্ষ এদিনের কর্মসূচি।
আরও পড়ুন – সিমেন্ট ও তুষের বস্তার নিচে অবৈধ সেগুন কাঠ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ৫
উল্লেখ্য, পুলিসে SI নিয়োগের পরীক্ষায়, ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলকের দাবিতে বুধবার, সল্টলেকে আরক্ষা ভবনের সামনে বাংলা পক্ষর ডেপুটেশন কর্মসূচী। বুধবার সকালে, বাংলা পক্ষর কর্মীরা মায়ের হয় আরক্ষা ভবন এর সামনে। পুলিশের এস আই পরীক্ষায় বাংলা জানা এবং পশ্চিমবঙ্গের ছেলেদের চাকরির দাবি নিয়েই তাদের এই জমায়েত। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
বাংলা কক্কর তরফ থেকে তাদের এই দাবির জানানো হয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে। গর্গ চট্টোপাধ্যায় জানান, তামিল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট কিংবা অন্যান্য রাজ্যে, রিক্রুটমেন্ট পরীক্ষায় সেই রাজ্যের ভাষা জানা বাধ্যতামূলক রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা নেই। পশ্চিমবঙ্গে পুলিশে, এসআই পদে নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতেই বাংলা পক্ষ এদিনের কর্মসূচি।